বিভিন্ন দলের আট সাংসদকে এ কি ধরণের ‘শাস্তি’ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী !
শুক্রবার ৮ জন সাংসদের জীবনে বিশাল আশ্চর্যের ঘটনা ঘটল।বিভিন্ন দলের আট সাংসদকে নিয়ে শুক্রবার মধ্যাহ্নভোজ সারলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যাহ্নভোজের আসরে প্রধানমন্ত্রীর নিজের দল বিজেপির সাংসদরা তো ছিলেনই, ওই আট জনের মধ্যে ছিলেন অন্য দলের সাংসদেরাও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে খাবারের জন্য যখন তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছিল তখন প্রায় মধ্যাহ্নভোজের সময়। সংসদের ক্যান্টিনে প্রধানমন্ত্রীর সঙ্গে খাবার খেতে বসেছিলেন আটজন সাংসদ। বিজেপি সাংসদ হিনা গাভিত, এস ফাংগনন কোনিয়াক, জাময়াং সেরিং নামগিয়াল, এল মুরুগান, টিডিপি সাংসদ রামমোহন নাইডু, বিএসপি সাংসদ রিতেশ পান্ডে এবং বিজেডি (বিজু জনতা দল) সাংসদ সস্মিত পাত্র যোগ দেন।
প্রসঙ্গত,দুপুর আড়াইটার দিকে সংসদ সদস্যরা ফোন পান প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করতে চান। প্রধানমন্ত্রী ফোনে তাদের বলেন, চলুন আপনাদের শাস্তি দিতে হবে। কিন্তু তারপর লিফটের দরজা খুলে ক্যান্টিনে নিয়ে যাওয়ায় বিস্মিত সাংসদরা। একজন সাংসদ বলেছিলেন, আমাকে ডাকা হয়েছিল,ক্যান্টিনের দরজা খুলে গেল এবং তারপর বুঝতে পেরেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি।
অন্য এক সাংসদের কথায়,যখন আমরা ক্যান্টিনে পৌঁছলাম, আমরা ভিজিটর লাউঞ্জে ছিলাম,সবাই একে অপরের দিকে তাকালাম এবং ভাবলাম কিভাবে আমাদের সবাইকে ডাকা হয়েছে! কথোপকথনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে তাঁর প্রিয় খাবার খিচুড়ি,এর সাথে বলেন আমি সবসময় পিএম মোডে থাকি না। আমি শুধু ভালো খাবার খেতে চেয়েছিলাম আপনাদের সাথে।