এক সপ্তাহে তিন বার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!
সন্দেশখালির ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। বাংলার বাইরেও এই ঘটনার আঁচ ছড়িয়ে পড়েছে সারাদেশে ।চারিদিকে উঠেছে নিন্দার ঝড় । আর এই রাজনৈতিক প্রেক্ষাপটেই বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi).
এক সপ্তাহে তিন বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে চলেছেন বাংলায়! বিজেপি সূত্রে খবর, আগামী ১ মার্চ এবং ২ মার্চ রাজ্যের দুই লোকসভা কেন্দ্র আরামবাগ ও কৃষ্ণনগরে এবং ৬ মার্চ বারাসতের কাছারি মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির পরিকল্পনা অনুযায়ী , ৬ মার্চ বারাসতের সভায় সন্দেশখালির (Sandeshkhali) নির্যাতিতা মহিলাদের সঙ্গেও দেখা করতে পারেন তিনি।লোকসভা নির্বাচনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর খুবই তাৎপর্যপূর্ণ।
বিজেপি সূত্রে খবর, গত লোকসভায় আরামবাগে খুব কম ব্যবধানে হেরেছিল বিজেপি। লোকসভায় হারলেও আরামবাগে শক্ত ঘাঁটি রয়েছে বিজেপির। তার প্রতিফলন দেখা গিয়েছিল ২০২১-এর বিধানসভা নির্বাচনেও। আরামবাগ লোকসভার মধ্যে যে সাতটি বিধানসভা রয়েছে, তার মধ্যে আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরশুড়া এই চার বিধানসভা কেন্দ্রে জিতেছিল বিজেপি। বাকি তিন বিধানসভা হরিপাল, তারকেশ্বর এবং চন্দ্রকোনায় তৃণমূল জিতেছিল। বিধানসভার নিরিখে হিসাব করে দেখা যাচ্ছে, আরামবাগে ভোটের অঙ্কে এগিয়ে রয়েছে বিজেপি। মোদীও আরামবাগকে পাখির চোখ করতে চাইছেন বলে মত সংশ্লিষ্ট মহলের।
অন্য দিকে, কৃষ্ণনগর আসন নানা সমীকরণে বিজেপির জন্য চিরকালই উর্বর। অতীতে লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে জিতেও এসেছে বিজেপি। ১৯৯৯ সালের লোকসভা ভোটে কৃষ্ণনগর থেকে বিজেপির সাংসদ হন জলু মুখোপাধ্যায়। তখন বাংলায় বিজেপির সংগঠন বা জনভিত্তি এত পোক্ত ছিল না। পাশাপাশি, কৃষ্ণনগর থেকে তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে সাম্প্রতি অতীতে যে বিতর্ক তৈরি হয়েছে, তাকেও কাজে লাগাতে চাইছে বিজেপি নেতৃত্ব । রাজনৈতিক মহলের অনেকে মনে করছেন, বিবিধ সমীকরণে কৃষ্ণনগর লোকসভা বিজেপির জন্য ভাল আসন।
অন্যদিকে সন্দেশখালির মহিলাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিজেপিকে বাড়তি মাইলেজ দেবে বলেও মত রাজনৈতিক মহলের। অন্যদিকে রাজনৈতিক সভা ছাড়াও কলকাতায় শহরে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে মোদীর। উদ্বোধন করবেন বহু প্রতীক্ষিত ধর্মতলা থেকে হাওড়া ময়দান মেট্রো সহ আরও বেশ কয়েকটি মেট্রো রুটের। একই সঙ্গে গঙ্গার নীচ দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো ট্রেনে ভ্রমণ করার কথাও প্রধানমন্ত্রীর রয়েছে বলে খবর।
উল্লেখ্য, ২৯ ফেব্রুয়ারি রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ওই দিন নদিয়ার মায়াপুরে ইস্কনের মন্দিরে যাওয়ার কথা ছিল তাঁর। এর পর রানাঘাট-সহ আশপাশের কয়েকটি লোকসভার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ফের একবার সফর বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।। এই নিয়ে খুব একটা মুখ খুলতে চাইছেন না রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে বিজেপি সূত্রে খবর, সন্দেশখালিকাণ্ডের জেরেই রাজ্য সফর আপাতত স্থগিত রাখলেন শাহ।তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর যাতে সফল হয় সেজন্যে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপি।