উজ্জ্বলা যোজনার উপভোক্তার বাড়িতে বসে চা পান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী !
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে অযোধ্যায় উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তাঁকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সঙ্গে ছিলেন রাজ্যপাল আনন্দীবেন পটেলও। এরপর অযোধ্যায় রোড শো করেন প্রধানমন্ত্রী ,মন্ত্রোচ্চারণ এবং পুষ্পবৃষ্টির মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়।
দিনভর সরকারি কর্মসূচির মাঝেই উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের মধ্যে ১০ কোটি তম প্রার্থী মীরা মাঝির বাড়িতে পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখানে বসে চা পান করেন। নরেন্দ্র মোদী জিজ্ঞেস করেন , কী কী সুবিধা তাঁরা পেয়েছেন সরকারি যোজনায়। এর পর ঘরের মাথায় স্থায়ী ছাদের কথা বলতে গিয়েই তোলেন এই উজ্জ্বলা আবাস যোজনায় দেওয়া আশ্রয়ের প্রসঙ্গ।
২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের সঙ্গে চা পান করেই জনসংযোগ শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। তার নাম ছিল ‘চায়ে পে চর্চা’। সেখানেই নিজের অতীতের চা-বিক্রেতার পরিচয়ও তুলে ধরেছিলেন। শনিবার অযোধ্যায় যেন নতুন আঙ্গিকে জন সংযোগের কাজটাই শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
উলেখ্য দেশে ১০ কোটি মহিলা রান্নার গ্যাসে বিশাল অঙ্কের ভর্তুকি পান। তাঁদের মধ্যেই এক জন মীরা মাঝি । মীরার ঘরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিল বেশ কয়েক জন খুদে ভক্ত । তাদের সঙ্গেও খোশগল্পে মাতেন নরেন্দ্র মোদী।
মীরা মাঝি বলেন গ্যাসে রান্না করছি। আমি খুব খুশি।এর পর প্রধানমন্ত্রীকে মীরা জানান, তিনি ভাত, ডাল, সব্জি রান্না করেছেন। প্রধানমন্ত্রী জানান,চা বানালে একটু চা দিন,কারণ শীতে চা পান করাই উচিত। তার পরেই চা বানিয়ে পরিবেশন করেন মীরা। তাঁর বাড়িতে বসে সেই চা পান করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।