এবার এক টলিউড অভিনেত্রীকে পরোক্ষভাবে শ্লীলতাহানি করলো কুনাল-দেবাংশু!
আরজি কর ঘটনা নিয়ে পথে নেমেছে সমগ্র বাংলা। প্রতিবাদে যোগ দিয়েছেন টলিপাড়ার পরিচিত মুখগুলিও। আরজি কর ইস্যুতে বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন কুণাল ঘোষ, এবং পিছিয়ে নেই তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। সপ্তাহের শুরুতে নতুন বিতর্কে জড়িত হয়েছেন তৃণমূলের এই দুই নেতা। এর পেছনে রয়েছে অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যের একটি সাক্ষাৎকার।
কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি সেখানে টলিউডের অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যের একটি ভিডিও পোস্ট করেন, যা একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারের অংশ। ভিডিওতে মৌসুমী বলছেন, ‘কুণাল ঘোষ, এবং এই ছেলেটি, যার নাম আমি প্রায়ই ভুলে যাই, হ্যাঁ, দেবাংশু, যেদিন জনগণের হাতে পড়বে, তখন দেখা যাবে কী হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদের বাঁচাতে আসবেন না। তারা বাড়িতে বসে প্রেসকে লেকচার দেয়। কিন্তু একদিন তাদের জনগণের সামনে আসতেই হবে, এবং একদিন তাদের ডাক্তারের কাছেও যেতে হবে। অসুস্থ হওয়া সবার জন্যই স্বাভাবিক, কিন্তু সেই দিনটা তাদের জন্য খুবই ভয়ানক হবে।’
কুণাল এক্স হ্যান্ডেল এবং ফেসবুক উভয় জায়গাতেই এই ভিডিওটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘দেবাংশু, তুই কি তোর পাত্রী দেখার কাজটি এগিয়ে নেবি? সে তোর সাথে খুব মানানসই হবে। রাগের মধ্যেও অনুরাগের বীজ লুকিয়ে থাকে। তাছাড়া, সে কেমন সংস্কারবান, স্বামীর নাম মুখে আনতেই চায় না। আমি তো নিজেকে ইতিমধ্যেই ভাসুর মনে হচ্ছে।’ দেবাংশু ফেসবুক এবং এক্স-এ, উভয় জায়গাতেই উত্তর দিয়েছেন, কিন্তু উত্তরের ধরন ভিন্ন। এক্সে লোকসভা নির্বাচনে পরাজিত তৃণমূল নেতা দেবাংশু লিখেছেন, ‘শুধু গলা শুনেই মনে হচ্ছে এই মহিলা বড়ই দজ্জাল! বিনয় কোঙ্গারের মতো “লাইফ হেল” করে দেবে।’ অন্যদিকে, ফেসবুকে তার উত্তর, ‘তাহলে Kunal দা বলছেন? তুমি খুঁজে দিচ্ছ মানে এত সহজে কি না বলা যায়! কিন্তু গলা শুনে মনে হচ্ছে বেশ দজ্জাল। টিকবে কি না কে জানে! বিনয় কোঙারের মতো ‘লাইফ হেল’ করে দেবে কি না! ওহ বাবা! এমা.. দাঁড়াও দাঁড়াও… বিবাহিত বলে কথা! দুঃখিত… সিরিয়ালে কাজ নেই। ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গেছেন। আমাদের নাম নিয়ে একটু ফুটেজও খান।’
মৌসুমী বলেন, ‘দেবাংশু পোস্ট এবং এডিট করছেন। মনে হচ্ছে তিনি নিজের লেখা পড়ে অসুস্থ হয়ে গেছেন। আমি কখনো কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি। আমরা সর্বদা ডাক্তারদের পাশে আছি। আমি একজন অভিনেত্রী এবং সেলিব্রিটি হলেও আমি মনে করি আমি একজন সাধারণ মানুষ। বাংলার জনগণের মতো আমিও ডাক্তারদের পাশে আছি, প্রতিদিন তাদের আন্দোলনে যাচ্ছি, ধর্নাতে অংশ নিচ্ছি। সংবাদমাধ্যম প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে, দেবাংশু এবং কুণাল ঘোষ কী বলেছেন, আমি কী বলতে চাই। আমি শুধু তাদের প্রশ্নের উত্তর দিয়েছি। আমি যা বলেছি তা ভুল নয়। আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি, বডি শেমিং করিনি। আমি কিছু সাধারণ কথা বলেছি।’
হ্যাঁরে @ItsYourDev , তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ। তাছাড়া, কেমন সংস্কার মানে, স্বামীর নাম মুখে আনতে চায় না। আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে। pic.twitter.com/bQEvDrL2LV
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 16, 2024