মোদি ৩.০-র নতুন সরকারে কোন পদে কে?
গুঞ্জন ছিল যে প্রধানমন্ত্রী কিছু পোর্টফোলিওতে পরিবর্তন আনতে চাইছেন। সোমবার তাঁর বাসভবনে মোদি ৩.০-র প্রথম বৈঠকে এ নিয়ে মহান সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রিসভায় কোনো বড় পরিবর্তন হয়নি। ‘বিগ ৪’ অপরিবর্তিত থাকলো, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রক রাজনাথ সিং, অর্থ মন্ত্রক নির্মলা সীতারমন এবং রেল মন্ত্রক অশ্বিনী বৈষ্ণবের দায়িত্বে রইল। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বও তাঁরই। সড়ক ও পরিবহন মন্ত্রক নীতিন গড়করির হাতে এবং বিদেশ মন্ত্রক এস জয়শংকরের।
এছাড়াও, হরিয়ানার প্রাক্তন মন্ত্রী মনোহরলাল খট্টর বিদ্যুৎ ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেলেন, শিবরাজ সিং চৌহান পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পাশাপাশি কৃষি মন্ত্রকের দায়িত্বও পেলেন। জে পি নাড্ডা স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বে, মনসুখ মাণ্ডব্য ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের দায়িত্বে এবং তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের দায়িত্বও সামলাবেন। অন্নপূর্ণা দেবী নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের দায়িত্বে, ধর্মেন্দ্র প্রধান শিক্ষা মন্ত্রকের দায়িত্বে, কুমারস্বামী ভারী শিল্প মন্ত্রকের দায়িত্বে, চিরাগ পাসোয়ান খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের দায়িত্বে, জি কিষান রেড্ডি কয়লা ও খনিমন্ত্রী এবং গিরিরাজ সিং বস্ত্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। লালন সিং পঞ্চায়েতি রাজ এবং মৎস্য, পশুপালন এবং দুগ্ধ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন।
রামমোহন নাইডু অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। জিতনরাম মাঁঝি ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। কিরেন রিজিজু সংসদীয় মন্ত্রী এবং পীযূষ গোয়েল বাণিজ্যমন্ত্রী হয়েছেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টেলি যোগাযোগ মন্ত্রকের দায়িত্বে আছেন, যিনি আগে বিমান মন্ত্রকের দায়িত্বে ছিলেন। সর্বানন্দ সোনোয়াল জাহাজমন্ত্রী এবং শান্তনু ঠাকুর তার ডেপুটি।
গজেন্দ্র সিং শেখাওয়াত সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী হয়েছেন। অজয় টামটা ও হর্ষ মালহোত্রা সড়ক পরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম মন্ত্রী, সি আর পাটিল জলশক্তি মন্ত্রকের দায়িত্বে এবং ভূপেন্দ্র যাদব পরিবেশমন্ত্রী হয়েছেন। শান্তনু ঠাকুর জাহাজ প্রতিমন্ত্রী এবং সুকান্ত মজুমদার শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তিনি উত্তরপূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বও পেয়েছেন।
রবিবার সন্ধ্যায়, নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন। তাঁর সঙ্গে আরও ৭১ জন শপথ নেন, যাদের মধ্যে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, ৩৬ জন রাজ্য মন্ত্রী এবং বাকিরা স্বাধীন চার্জের মন্ত্রী। পরদিন সোমবার এই মন্ত্রীদের মধ্যে মন্ত্রকের দায়িত্ব বণ্টন করা হয়। জানা গেছে, ১৮ জুন থেকে নতুন লোকসভার অধিবেশন শুরু হতে পারে, ২০ জুন স্পিকার নির্বাচনের সম্ভাবনা রয়েছে, এবং ২১ জুন রাজ্যসভা ও লোকসভা দুই কক্ষের যৌথ অধিবেশনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণ দেবেন।
সেবায় অঙ্গীকারবদ্ধ, সুশাসন নিশ্চিত …
তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী শ্রী @narendramodi জি প্রধানমন্ত্রী কিষাণ নিধির ১৭তম কিস্তি প্রকাশের অনুমোদন দিয়ে তার প্রথম ফাইলে স্বাক্ষর করেছেন। এতে সারা দেশে ৯.৩ কোটি কৃষক উপকৃত হবেন। pic.twitter.com/SX6lKvLB4K
— BJP West Bengal (@BJP4Bengal) June 10, 2024