মোদির মন্ত্রিসভায় সবচেয়ে বেশি মন্ত্রী পেল কোন রাজ্য?দেখুন একনজরে !
রবিবারের সন্ধ্যায়, নরেন্দ্র মোদি আবার ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন। তাঁর সাথে আরও ৭১ জন শপথ নিয়েছেন, যাদের মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, এবং বাকিরা প্রতিমন্ত্রী। এই নতুন মন্ত্রিসভায় কোন রাজ্য সর্বাধিক মন্ত্রী পেয়েছে তা নিয়ে রয়েছে কৌতুহল ।
তালিকায় সর্বাগ্রে রয়েছে উত্তরপ্রদেশ। গুজরাটের বাসিন্দা হওয়া সত্ত্বেও, মোদি এই রাজ্য থেকেই নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং বারাণসী থেকে জয়লাভ করে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসীন হলেন। মোদির পাশাপাশি, উত্তরপ্রদেশ থেকে মন্ত্রিসভায় স্থান পেলেন রাজনাথ সিং, হরদীপ সিং পুরী, পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া প্যাটেল, জীতিন প্রসাদ, জয়ন্ত চৌধুরী, বি.এল. ভার্মা, কমলেশ পাসওয়ান, এবং এস.পি. সিং বাঘেল।
বিহারের পরেই আসে। সেখান থেকে মোদি ৩.০-এ স্থান পেলেন গিরিরাজ সিং, নিত্যানন্দ রাই, সতীশ দুবে, চিরাগ পাসওয়ান, জিতনরাম মাঁঝি, রামনাথ ঠাকুর, লালন সিং এবং রাজভূষণ চৌধুরী। মহারাষ্ট্র থেকে মন্ত্রীত্ব লাভ করেন নীতিন গড়করি, পীযূষ গোয়েল, প্রতাপ রাও যাদব, রক্ষা খাডসে এবং রামদাস আটাওয়ালে।
এদিকে কর্নাটক থেকে সুযোগ পেলেন নির্মলা সীতারমণ, এইচ ডি কুমারস্বামী, প্রহ্লাদ যোশী, শোভা করন্দলাজে ও ভি সোমান্না। গুজরাট থেকে অমিত শাহ, এস জয়শংকর, মনসুখ মাণ্ডব্য, সি আর পাটিল ও নিমুবেন বাম্ভানিয়া। মধ্যপ্রদেশ থেকে যাঁরা রইলেন তাঁদের মধ্যে রয়েছেন ‘মামা’ শিবরাজ সিং চৌহান। এছাড়াও রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সাবিত্রী ঠাকুর, বীরেন্দ্র কুমার। রাজস্থান থেকে গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুনরাম মেঘাওয়াল, ভূপেন্দ্র যাদব, ভগীরথ চৌধুরী। বাংলা থেকে যদিও রয়েছেন দুজন। শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার। পূর্ণমন্ত্রী এবারও পায়নি এই রাজ্য। তালিকায় রয়েছে হরিয়ানা, তেলেঙ্গানা, অসম, ঝাড়খণ্ড, পাঞ্জাব, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, কেরল, অরুণাচল প্রদেশ, গোয়া, জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের প্রতিনিধিরাও।