‘সিএএ(CAA) র জন্য কেউ নাগরিকত্ব খোয়ালে আমি থুতু চাটব’,খোলা চ্যালেঞ্জ মিঠুন চক্রবর্তীর !
“যদি CAA-র কারণে কেউ নাগরিকত্ব হারান, তবে আমি আপনাদের ফেলা থুতু চাটতে প্রস্তুত,” রবিবার কোলাঘাটে এই ভাষায় বক্তব্য রাখলেন মহাগুরু। তাঁর মতে, তৃণমূলের কাজ হল মিথ্যা প্রচার করা।
প্রতিদিন নতুন সংলাপের মাধ্যমে ভোটের বাজারে উষ্ণতা ছড়ান মিঠুন চক্রবর্তী। বর্তমানে তিনি বাংলার বিভিন্ন প্রান্তে গেরুয়া শিবিরের প্রচারে নিযুক্ত এবং মোদির ‘তারকা সেনাপতি’ হিসেবে ব্যস্ত। প্রচার মঞ্চে তিনি একাই ‘মহাগুরু’। সম্প্রতি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পক্ষে ভোট প্রচারে গিয়ে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে নতুন চ্যালেঞ্জ ছুঁড়েছেন মিঠুন।
তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) পক্ষে অভিনেতা মিঠুন চক্রবর্তী কোলাঘাটে একটি রোড শো করেন। মিঠুন বলেন, “সিএএ সম্পর্কে মিথ্যা প্রচার করছে একটি দল। এদের জন্ম মিথ্যা লগ্নে এবং দুর্নীতি এদের রাশি। সিএএ হল নাগরিকত্ব দেওয়ার জন্য, কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। যদি আমি মিথ্যা বলি, তাহলে আপনারা আমার উপর থুতু ফেলবেন, আমি তা চাটব। এই আইন শুধু মুসলমানদের জন্য নয়, এটা আমার, খ্রিস্টান, শিখদের জন্যও। সকলের জন্য। তাহলে সমস্যা কোথায়? যাদের কাছে বৈধ আধার কার্ড আছে, তারাই ভারতের নাগরিক। কেউ বাড়ির মালিককে ধাক্কা দিয়ে বার করতে পারে না। আপনার কাছে আধার কার্ড থাকলে, কেউ আপনাকে বাড়ি থেকে বার করে দিতে পারে না। এই সব মিথ্যা কথা বলে মুসলমানদের ভয় দেখানো হচ্ছে।”
মিঠুন চক্রবর্তী রোড শো থেকে বলেন, “২৫ মে পদ্মফুল চিহ্নে ভোট দিন। আমি চাই অভিজিৎ স্যার জিতুন, এমন সৎ এবং স্বচ্ছ মানুষ আমাদের প্রয়োজন। এই রাজ্য থেকে চোরদের তাড়ানো উচিত।” রবিবার সকালে কোলাঘাটের একটি হোটেলের সামনের ফাঁকা জায়গায় তাঁর হেলিকপ্টার অবতরণ করে। বিজেপির তমলুক জেলার কর্মকর্তারা তাঁকে স্বাগত জানায়। হেলিকপ্টার থেকে নেমে তিনি গাড়িতে চেপে কোলাঘাট স্টেশনের টিকিট কাউন্টার সংলগ্ন এলাকায় যান। সেখান থেকে তাঁর রোড শো শুরু হয়। হুড খোলা গাড়িতে মিঠুনের সঙ্গে ছিলেন প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও তাপসী মণ্ডল। তাপসী মণ্ডল জানান, তিনি অসুস্থ থাকা সত্ত্বেও এক ঘণ্টা রোড শো করেছেন।