ঘাটাল,যাদবপুর,বোলপুর,কাঁথি,আসানসোলে চমক দিলো বিজেপি !প্রথম দফায় ২০ জনের নাম প্রকাশ বিজেপির !
এবার বিজেপি স্লোগান তুলেছে অব কি বার, ৪০০ পার। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য অন্তত ৩৭০ আসন। শনিবার দিল্লি থেকে সারা দেশে বিজেপির যে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে ২৮ জন মহিলা। বারাণসী থেকে আবার প্রার্থী হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছেন বাংলার ২০ প্রার্থীও।
লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি।এর মধ্যে চমক রয়েছে আসানসোল,ঘাটাল,কাঁথি,আলিপুরদুয়ার,বোলপুর,যাদবপুর আসনের প্রার্থী নিয়ে। একনজরে দেখে নিন বাংলার ২০ প্রার্থীর নাম !
১.কোচবিহার: নিশীথ প্রামানিক
২.আলিপুরদুয়ার: মনোজ টিগ্গা
৩.বালুরঘাট: সুকান্ত মজুমদার
৪.মালদহ উত্তর: খগেন মুর্মু
৫.মালদহ দক্ষিণ: শ্রীরূপা মিত্র চৌধুরী
৬.বহরমপুর: ডা,. নির্মল কুমার সাহা
৭.মুর্শিদাবাদ: গৌরীশংকর ঘোষ
৮.রানাঘাট: জগন্নাথ সরকার
৯.বনগাঁ: শান্তনু ঠাকুর
১০.জয়নগর: অশোক কান্ডারী
১১.যাদবপুর: ড:অনির্বাণ গঙ্গোপাধ্যায়
১২.হাওড়া:ডাঃ রথীন চক্রবর্তী
১৩.হুগলি: লকেট চট্টোপাধ্যায়
১৪.কাঁথি: সৌমেন্দু অধিকারী
১৫.ঘাটাল: হিরন্ময় চট্টোপাধ্যায়
১৬.পুরুলিয়া: জ্যোর্তিময় সিং মাহাতো
১৭.বাঁকুড়া: সুভাষ সরকার
১৮.বিষ্ণুপুর সৌমিত্র খাঁ
১৯.আসানসোল: পবন সিং
২০:বোলপুর: প্রিয়া সাহা