২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই ভাঙন অব্যাহত রয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। নির্বাচনের আগে যাঁরা TMC ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁরা আবারও ফিরে যাচ্ছেন পুরনো দলে।
মঙ্গলবার সকাল থেকে প্রত্যেক জেলাতেই বিজেপির বিধায়কদের নিয়ে আলাদাভাবে দফায় দফায় বৈঠক হয়েছে। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে সাংগঠনিক বৈঠক সারছে বিজেপি। সেখানে রাজ্যের বিভিন্ন জেলার বিধায়কদের পাশাপাশি উপস্থিত ছিলেন লকেট চ্যাটার্জী । বৈঠক থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুনের দলবদল প্রসঙ্গে লকেট বলেন, “BJP এমন একটা দল যার ৩০০-র বেশি সাংসদ রয়েছে। ফলে দলে কে এল গেল তাতে কিছু যায় আসে না। দলের মধ্যে যে শূন্যস্থান তৈরি হয়েছে সেটা পূরণ করতে আমার সক্ষম। অর্জুন সিং কেন দলবদল করেছেন সেই বিষয়ে আমি কিছু বলতে পারব না। তবে যে দল বদল করে এসেছিলেন আবার সেই দলে ফিরে গিয়েছেন, এতে বিজেপির কোনও ক্ষতি আমি দেখতে পাচ্ছিনা।
লকেট চ্যাটার্জী আরও বলেন, “গত ২০১৫ সাল থেকে আমি এই দলে রয়েছি। অনেক কষ্ট করে,জীবনের বিনিময়ে পশ্চিমবঙ্গে এই দলের ভিত্তি তৈরি করা হয়েছে। যাঁরা যাচ্ছেন তাঁরা নিজেদের স্বার্থের জন্য যাচ্ছেন। আর যাঁরা থাকবেন তাঁরা দলের জন্য বিজেপিতে থাকবেন।”