নতুন ডিজি রাজীব কুমারকে শুভেচ্ছা জানিয়েও ‘খোঁচা’ কুণালের!
রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন রাজীব কুমার(Rajeev Kumar) । কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে ডিজি করার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। একটা সময়ে কলকাতার পুলিশ কমিশনার রাজীবকে নিয়ে বিতর্ক কম হয়নি। এ বার সেই আইপিএস অফিসারকে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত ডিজি হিসেবেই কাজ করবেন,মনোজ মালব্যের জায়গায় তিনি এ বার দায়িত্ব নেবেন।
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার বর্তমানে তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিবের দায়িত্বে ছিলেন। বুধবার একটি সরকারি প্রজ্ঞাপনে রাজীবের এই নিয়োগের কথা জানানো হয়েছে।
কলকাতা পুলিশের CP থাকাকালীন একাধিক বিতর্কে নাম জড়িয়েছিল রাজীব কুমারের । ২০১৩ সালে সারদা অর্থ লগ্নি সংস্থার মামলায় তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল ‘সিট’ গঠন করে রাজ্য।সেই ‘সিট’-এর দৈনন্দিন কাজকর্ম দেখার দায়িত্বে ছিলেন রাজীব কুমার। উলেখ্য ২০১৩ সালে সারদাকাণ্ডে তৃণমূলের তৎকালীন সাংসদ এবং বর্তমানে দলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে গ্রেফতার করেছিলেন তিনি। কিন্তু ২০১৯ সালে সেই সারদা মামলাতেই রাজীবকে অভিযুক্ত করে তাঁর বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই। তাঁর বিরুদ্ধে সারদা মামলার তথ্য ধ্বংসের অভিযোগ ওঠে। সেই সময় কলকাতা হাই কোর্ট থেকে আগাম জামিনও নিতে হয়েছিল রাজীব কুমারকে । সে বছরের ফেব্রুয়ারিতে রাজীবকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁর বাসভবনে যায় সিবিআই। এর প্রতিবাদে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্না দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোলপাড় হয় রাজ্য রাজনীতি।
সিবিআই এই সারদা তদন্তে শিলংয়ে রাজীব কুমার এবং কুণালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল । সেই রাজীবকে ডিজি পদে বসানোর খবরে তাঁকে শুভেচ্ছা জানিয়েও খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ । রাজীব কুমারের ডিজিপি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই কুণাল নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘উনি দক্ষ অফিসার। মাঝখানে ওঁর সঙ্গে তীব্র বিরোধ ছিল। কালীপুজোর দিন CM-এর বাড়িতে দেখা হয়েছিল,তখন বলেছি ,কখনও কারো কথা শুনে আমার মত কোনো নির্দোষের জীবন নষ্ট করতে যাবেন না,এতে ভগবান ক্ষমা করেন না।
পশ্চিমবঙ্গ থেকে ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাজীব পুলিশের বিভিন্ন পদে কাজ করেছেন। এক সময় সিআইডির অতিরিক্ত ডিজি-ও ছিলেন তিনি।
প্রসঙ্গত কয়েকদিনের মধ্যেই কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে রাজ্যের বর্তমান ডিজিপি মনোজ মালব্যর। তাঁর জায়গায় নতুন কে দায়িত্বে আসবেন, তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। শেষমেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজীব কুমারকে ফের এই পদে ফিরিয়ে আনা হলো।