পুজোয় মেট্রো চলবে ভোর পর্যন্ত, পূজোতে মেট্রোর সূচি নিয়ে কি জানাল কলকাতা মেট্রো !
পুজোর বাদ্যি বেজে উঠেছে। চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। অনেকেই রাত জেগে ঠাকুর দেখার পরিকল্পনা করে ফেলেছেন। কিন্তু ঠাকুর দেখে বাড়ি ফেরার উপায় নিয়ে চিন্তিত অনেকেই। সপ্তমী থেকে নবমী পর্যন্ত, ভোর অবধি মেট্রো চলবে। ষষ্ঠী এবং দশমীতে, মেট্রো মাঝরাত পর্যন্ত পাওয়া যাবে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, চতুর্থী থেকে মেট্রোর সূচি পরিবর্তিত হবে। ত্রয়োদশী পর্যন্ত এই নতুন সূচি অনুযায়ী চলবে মেট্রো। পুজোর সময় গভীর রাত পর্যন্ত মেট্রোর পরিষেবা পাওয়া যাবে, তবে অন্যান্য দিনের তুলনায় ট্রেনের সংখ্যা কম থাকবে। চতুর্থী, পঞ্চমী এবং ষষ্ঠীতে মোট ২৮৮টি মেট্রো চলবে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত ২৪৮টি, দশমীতে ১৭৪টি, একাদশীতে ১৩০টি, এবং দ্বাদশী এবং ত্রয়োদশীতে ২৩৬টি মেট্রো চলবে।
ষষ্ঠীর দিনে প্রথম মেট্রোর সময়সূচিতে কোনো পরিবর্তন নেই। তবে শেষ মেট্রো মধ্যরাত পর্যন্ত চলবে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ গামী শেষ মেট্রো রাত ১১টা ৪৮ মিনিটে এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর গামী শেষ মেট্রো রাত ১১টা ৫০ মিনিটে পাওয়া যাবে। অন্যান্য দিকে, দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো রাত ১২টায় পাওয়া যাবে।
দশমীতে চলবে স্পেশ্যাল মেট্রো। প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর থেকে। দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়। আর শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১২টায়। একাদশীতে সকাল ৯টা থেকে প্রথম পরিষেবা পাওয়া যাবে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে। শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে। দ্বাদশী এবং ত্রয়োদশীতে প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিট এবং শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪০ মিনিটে।
মেট্রোরেল কর্তৃপক্ষ শুধু ব্লু লাইনের সূচি নয়, গ্রিন (১ এবং ২), পার্পল এবং ওরেঞ্জ লাইনের সূচিও প্রকাশ করেছে। শিয়ালদহ থেকে সেক্টর ৫ শাখার চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৬:৫৫ মিনিটে এবং সেক্টর ৫ থেকে শিয়ালদহের প্রথম মেট্রো সকাল ৭:০৫ মিনিটে ছাড়বে। শেষ মেট্রো যথাক্রমে রাত ৯:৩৫ এবং ৯:৪০ মিনিটে পাওয়া যাবে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রথম মেট্রো দুপুর ১টা থেকে এবং শেষ মেট্রো রাত সাড়ে ১১টায় পাওয়া যাবে। দশমীর দিন শেষ মেট্রো রাত ৯:৪৫ মিনিটে ছাড়বে, তবে প্রথম মেট্রো দুপুর ২টো থেকে পাওয়া যাবে।