কিশোরের উপস্থিত বুদ্ধিতে দূর্ঘটনার কবল থেকে রক্ষা পেলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস!
পঞ্চম শ্রেণির ছাত্রের উপস্থিত বুদ্ধিতে বাঁচল আপ শিয়ালদহ শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই ছোট্ট কিশোর যাত্রীবাহী সুপারফাস্ট ট্রেনের কয়েকশো যাত্রীর জীবন বাঁচানোর ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। যা দেখে রীতিমত স্তম্ভিত রেলকর্তারাও।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর নাগাদ। দুরন্ত গতিতে আপ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ছুটে যাচ্ছিল। মালদা জেলার ভালুকা রোড স্টেশনের পেরোতেই বিপত্তি অপেক্ষা করছিল ট্রেনটির জন্য। সেই সময় ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিল আট বছরের এই কিশোর। সে হঠাৎ লক্ষ্য করে আপ লাইনে বেশ কিছু অংশের মাটি সরে গিয়েছে। ট্রেনটি যে অবিলম্বে থামানো জরুরি তা বুঝতে পারে ওই কিশোর। আর সে জানত লাল রং বিপদের সংকেত।
তড়িঘড়ি নিজের পরনের লাল গেঞ্জি খুলে ট্রেনের ট্রাকে দাঁড়িয়ে সংকেত দিতে থাকে চালককে। ট্রেনের দিকে এগিয়েও যায় সে। লাল সংকেত দেখে চালক এমারজেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করান। চালক ট্রেন থেকে নেমে লাইনের দিকে তাকাতেই দেখেন লাইনের পাশ থেকে মাটি সরে গিয়েছে। খবর যায় নিকটবর্তী স্টেশনে। এরপর রেলকর্মীরা গিয়ে আপ লাইন মেরামতি করেন। ট্রেনটি সুষ্ঠভাবে গন্তব্যে পৌঁছায় ট্রেনটি। আর বড়সড় বিপদ থেকে রক্ষা পায় ট্রেনটি। ট্রেনের কয়েকশো যাত্রীর জীবন রক্ষা পায়।
কিশোরের নাম নাম মুরসালিম।মালদার কড়িয়ালী বারিনওয়ার মিশন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সে। মুরসালিম ট্রেনের লাইনের পাশের মাটি সরে যাওয়ার বিষয়টি না দেখতে পেলে যে বড় দুর্ঘটনা ঘটত। মুরসালিমের এই কাজের ঋণ তাঁরা স্বীকার করে নিয়েছেন।