আমেরিকার প্রেসিডেন্ট ভোটে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে কমলা হ্যারিসের নাম চূড়ান্ত !
আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস প্রায় নিশ্চিতভাবে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে উঠে এসেছেন। ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান জেমি হ্যারিসন শুক্রবার জানিয়েছেন, কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য প্রতিনিধিদের প্রয়োজনীয় ভোট পেয়েছেন। জয়ের নিশ্চয়তা পাওয়ার পর, কমলা নিজের সাবেক টুইটার হ্যান্ডলে লিখেছেন, “আমি সম্মানিত,” এবং বলেছেন, “ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পেরে আমি সম্মানিত।”
I am honored to be the Democratic nominee for President of the United States. I will officially accept the nomination next week.
This campaign is about people coming together, fueled by love of country, to fight for the best of who we are.
Join us: https://t.co/abmve926Hz
— Kamala Harris (@KamalaHarris) August 2, 2024
ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিস আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। আসন্ন ৫ নভেম্বরের নির্বাচনে তিনি জয়লাভ করলে প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ার নজির স্থাপন করবেন। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের দৌড় থেকে সরে দাঁড়ানোর পর, ডেমোক্র্যাট পার্টির অন্দরে তাঁর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কমলা হ্যারিসের নাম উঠে এসেছিল। বাইডেন নিজেই তাঁর নাম প্রস্তাব করেছিলেন। শুক্রবারের পর কমলা হ্যারিসের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়া নিশ্চিত হয়েছে।
যদিও নির্বাচনে এখনও সময় আছে, তবে জনপ্রিয়তা অনুযায়ী ইতিমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন কমলা হ্যারিস। রয়টার্স-ইপসোসের সম্পন্ন জনমত সমীক্ষা অনুযায়ী, ৪৪ শতাংশ আমেরিকান ভোটদাতা প্রেসিডেন্ট পদে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পছন্দ করেন, অপরদিকে ট্রাম্পের পক্ষে রয়েছেন ৪২ শতাংশ ভোটার।