শীগ্রই ফাঁস হবে সেই নাম! ‘কালীঘাটের কাকু’কে জিজ্ঞাসাবাদ করে চরম তথ্য হাতে পেল সিবিআই (CBI)!
জেলে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ও তৃণমূল নেতা সন্তু বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্যের ভিত্তিতে সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র, অয়ন শীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদে নতুন তথ্য উদ্ঘাটিত হয়েছে। ইডি জানিয়েছে, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী, মোবাইল ফোনের ভয়েস ক্লিপিং এবং সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের মধ্যে সঠিক মিল পাওয়া গেছে। এর ফলে, নিয়োগ দুর্নীতি মামলায় আটক সুজয়কৃষ্ণ ভদ্রের বিপদ বাড়ছে।
সোমবার সকালে সিবিআইয়ের টিম প্রেসিডেন্সি জেলে সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করতে পৌঁছায়। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক সূত্রে তাকে এদিন ফের জেরা করা হবে বলে সিবিআই জানিয়েছে। এর আগে, শনিবার নিয়োগ দুর্নীতিতে ধৃত ‘কাকু’ র পাশাপাশি প্রোমোটার অয়ন শীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও কেন্দ্রীয় এজেন্সি জেরা করেছে।
সিবিআই সূত্রের খবর অনুযায়ী, অয়ন শীল আগেই জেরায় উল্লেখ করেছিলেন যে, কুন্তল ঘোষের নির্দেশে তিনি পার্থ ঘনিষ্ঠ সন্তু বন্দ্যোপাধ্যায়কে ২৬ কোটি টাকা দিয়েছেন। এই বিশাল অঙ্কের টাকা কোথায় গিয়েছে, সে সম্পর্কে শনিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৩০ মে ১১ ঘণ্টা জেরা শেষে প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণকে ইডি গ্রেফতার করে। তারপর থেকে তিনি জেলের চেয়ে হাসপাতালেই বেশি সময় কাটিয়েছেন। কালীঘাটের কাকুর আগেই বাইপাস সার্জারি হয়েছে এবং তার বুকে পেসমেকার বসানো আছে। তার আইনজীবী আদালতে জানিয়েছেন যে তার একাধিক শারীরিক সমস্যা রয়েছে। অসুস্থতার কারণে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ বারবার পিছিয়ে গেছে। অবশেষে, এ বছরের ৩ জানুয়ারি জোকা ইএসআই হাসপাতালে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় এবং তা কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়।