‘কড়ক সিং’ (KADAK SINGH) । ছবির গল্প অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের এক কর্মকর্তাকে নিয়ে। এ কর্মকর্তা শ্রীবাস্তব ওরফে কড়ক সিং কেন, কীভাবে হাসপাতালে হাজির হলেন, তা নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনি।
এ সিনেমা দিয়ে হিন্দি ছবিতে অভিষেক হচ্ছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের। সিনেমাটিতে নয়না চরিত্রে অভিনয় করছেন তিনি।
তারকাবহুল এ ছবিতে জয়া ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী, সঞ্জনা সাংঘি প্রমুখ। গত মাসে গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। সেই প্রিমিয়ারে হাজির ছিলেন ‘কড়ক সিং’(KADAK SINGH) এর পরিচালক সহ সমস্ত কলাকুশলীরা।
গোয়া উৎসবে যাওয়ার আগে ‘কড়ক সিং’ নিয়ে বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসান বলেছিলেন, আমার প্রথম হিন্দি সিনেমা। চরিত্রটিও দারুণ। এই ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে বেশ রোমাঞ্চিত ছিলাম। তাই হ্যাঁ বলতে সময় ক্ষেপন করিনি। ছবির পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী এবং সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। আমি সব সময় অনিরুদ্ধ ও পঙ্কজের সঙ্গে কাজ করতে চেয়েছি। তাঁদের সঙ্গে কাজ করা এবং তা-ও প্রথম হিন্দি ছবিতে, আনন্দ দ্বিগুণ করে।
এর আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী জানিয়েছেন, তাঁর পরের সিনেমাতেও দেখা যাবে জয়া আহসানকে।
আজকে ছবিটি মুক্তি পাওয়ার পর কেমন সাড়া ফেলে তার জন্য মুখিয়ে রয়েছে সিনেমাপ্রেমীরা।
প্রথম খবরের পক্ষ থেকে ‘কড়ক সিং’ (KADAK SINGH) এর পরিচালক সহ সমস্ত কলাকুশলীকে জানাই আন্তরিক শুভেচছা।
প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।