আইনের মুখোমুখি হয়ে এ রাজ্যের সরকার কতদিন চালাতে পারে দেখি! মমতা-অভিষেককে চ্যালেঞ্জ বিচারপতি অভিজিতের!
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসাব জানতে চান কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর সাথে সাথে রাজ্য সরকারের উদ্দেশে কিছুটা চ্যালেঞ্জের সুরেই তাঁর মন্তব্য, আমি দেখতে চাই আইনের মুখোমুখি হয়ে এ রাজ্যের সরকার কতদিন চালাতে পারে।
সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে তৃণমূল ছাত্র নেতা সুদীপ রাহার একটি চিঠি জমা পড়েছে সুপ্রিম কোর্টে। এর পরই সন্ধ্যাবেলায় হাইকোর্ট থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ওদের অসুবিধা হচ্ছে আমার বিভিন্ন পদক্ষেপে কারণ ওদের বিভিন্ন চোরেরা জেলে রয়েছেন,আরো কিছু চোর জেলে যাবে । সেই জন্যই আমার উপর এত রাগ।
এর পরেই বিচারপতির সংযোজন, যে ভাবে দুর্নীতির তদন্ত আটকানোর জন্য মামলা হচ্ছে, তাতে মাঝে মাঝে মনে হয়, কোন দিন দেখব, একদল চোরও বিরাট বিরাট আইনজীবী দাঁড় করিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করবে যে আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি,আমাদের বিষয় সম্পত্তি সবই চুরি করে করা।আর যদি এটা বন্ধ হয়ে যায় আমাদের জীবন এবং জীবিকার অসুবিধা হবে। সুতরাং সেটা অনুচ্ছেদ ২১ সংবিধানের ধারাকে লঙ্ঘন করবে। আমাদের অবাধে চুরি করার অধিকার দেওয়া হোক।’
সোমবার হাই কোর্ট থেকে বেরনোর পর সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়,তোলেন বেশ কিছু প্রশ্নও।দেখুন ভিডিওটি–