Jio:বাড়ল জিও-র রিচার্জের খরচ,ট্যারিফ প্ল্যান কত বাড়ল? দেখুন তালিকা
জিও-র রিচার্জ প্ল্যানের দাম বেড়েছে। জুলাই মাস থেকে গ্রাহকদের অতিরিক্ত টাকা দিতে হবে। দৈনিক ২ জিবি বা তার বেশি ডেটা প্ল্যানের জন্যই ইউজাররা আনলিমিটেড ডেটা বা ইন্টারনেট পরিষেবা পাবেন। ৩ জুলাই, ২০২৪ থেকে জিও-র নতুন রিচার্জ প্ল্যানগুলি প্রযোজ্য হবে। প্রিপেড প্ল্যানের পাশাপাশি পোস্টপেড প্ল্যানের খরচও বাড়ছে। রিলায়েন্স জিও ইনফোকম সম্প্রতি নতুন ৫জি রিচার্জ প্ল্যানের তালিকা প্রকাশ করেছে।
এবার দেখে নেওয়া যাক কোন প্ল্যানের খরচ কত বেড়েছে
এক মাসের রিচার্জ প্ল্যান
পূর্বে ১৫৫ টাকার এক মাসের রিচার্জ প্ল্যানে ২৮ দিনের জন্য ২ জিবি ডেটা পাওয়া যেত, যার মূল্য বর্ধিত হয়েছে ১৮৯ টাকা।
২০৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১ জিবি করে ডেটা পাওয়া যেত ২৮ দিনের জন্য, যার মূল্য এখন হয়েছে ২৪৯ টাকা।
২৩৯ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যেত ২৮ দিনের জন্য, এই প্ল্যানের মূল্য বর্ধিত হয়েছে ২৯৯ টাকা।
২৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যেত ২৮ দিনের জন্য, যার বর্তমান মূল্য হল ৩৪৯ টাকা।
৩৪৯ টাকায় প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যেত ২৮ দিনের জন্য, এই প্ল্যানের মূল্য বর্ধিত হয়েছে ৩৯৯ টাকা।
৩৯৯ টাকায় প্রতিদিন ৩ জিবি ডেটা পাওয়া যেত ২৮ দিনের জন্য, এই রিচার্জ প্ল্যানের মূল্য বর্ধিত হয়েছে ৪৪৯ টাকা।
দু’মাসের রিচার্জ প্ল্যান
গ্রাহকরা ৪৭৯ টাকায় ৫৬ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি ডেটা পেতেন, যার মূল্য এখন ৫৭৯ টাকা হয়েছে।
একইভাবে, ৫৩৩ টাকায় ৫৬ দিনের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যেত, যা বর্তমানে ৬২৯ টাকায় উন্নীত হয়েছে।
তিনমাসের রিচার্জ প্ল্যান
৩৯৫ টাকায় ৮৪ দিনের জন্য গ্রাহকরা পেতেন ৬ জিবি ডেটা। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৪৭৯ টাকা।
৬৬৬ টাকায় প্রতিদিন ১.৫ জিবি করে ৮৪ দিনের জন্য ডেটা পেতেন ইউজাররা। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৭৯৯ টাকা।
৭১৯ টাকার রিচার্জ প্ল্যানে ২ জিবি ডেটা পেতেন প্রতিদিন, মোট ৮৪ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৮৫৯ টাকা।
প্রতিদিন ৩ জিবি করে ডেটা ৯৯৯ টাকায় ৮৪ দিনের জন্য পেতেন ইউজাররা। এই প্ল্যানের খরচ বেড়ে দাড়ালো ১১৯৯ টাকা।
বার্ষিক রিচার্জ প্ল্যানে, যা এক বছরের জন্য প্রযোজ্য, বর্তমানে ১৫৫৯ টাকায় ২৪ জিবি ডেটা ৩৩৬ দিনের জন্য পাওয়া যাচ্ছে। ৩ জুলাই থেকে এই প্ল্যানের মূল্য বাড়তে চলেছে ১৮৯৯ টাকায়।
এতদিন, ২৯৯৯ টাকায় গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি ডেটা পেতেন ৩৬৫ দিনের জন্য। এই প্ল্যানের দাম এখন বাড়ছে ৩৫৯৯ টাকায়।
ডেটা অ্যাড অন প্ল্যান
বর্তমানে ১৫ টাকায় ১ জিবি ডেটা পাওয়া যায়, যার দাম বাড়তে চলেছে ১৯ টাকা।
২৫ টাকায় ২ জিবি ডেটা পাওয়া যায়, এই প্ল্যানের দাম বাড়ছে ২৯ টাকা।
৬১ টাকায় ৬ জিবি ডেটা পাওয়া যায়, যার নতুন দাম হচ্ছে ৬৯ টাকা।
পোস্ট-পেইড রিচার্জ প্ল্যানে ২৯৯ টাকায় ৩০ জিবি ডেটা পাওয়া যায়, যার দাম বাড়তে চলেছে ৩৪৯ টাকা।
৩৯৯ টাকায় ৭৫ জিবি ডেটা পাওয়া যায়, এর দাম বাড়ছে ৪৪৯ টাকা।