ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুদ্ধ ঘোষণা করলো ইরান!
মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। হেজবোল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর প্রতিশোধ হিসেবে ইরান ইজরায়েলে প্রায় ৪০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তেল আভিভে সশস্ত্র জঙ্গি হামলার খবরও প্রকাশিত হয়েছে।
হেজবোল্লার প্রধানের মৃত্যুর পর ইরান ইজরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা দেয়। তেল আভিভে আক্রমণে হেজবোল্লার প্রধান হাসান নাসরাল্লাহ শনিবার মারা যান। নাসরাল্লাহর মৃত্যুর সংবাদ পেয়ে তেহরানে হাজার হাজার মানুষ বিক্ষোভে নামে। ইরান সমর্থিত এই জঙ্গি গোষ্ঠীর নেতার মৃত্যুর প্রতিশোধ ইজরায়েলের কাছ থেকে নেওয়ার দাবি জানান প্রতিবাদীরা। এরপর ইরান রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে একটি চিঠি পাঠায় এবং স্পষ্ট করে দেয় যে, এর পরিণাম ভালো হবে না।
ইজরায়েল সরকার এই হামলার বিষয়ে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে। তেল আভিভ ইরানকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। আমেরিকা ইতিমধ্যেই ইজরায়েলের পাশে দাঁড়িয়ে তেহরানকে হুমকি দিয়েছে। ইরানও হামলার বিষয়ে সরকারিভাবে স্বীকারোক্তি করেছে। হামলার ভিডিও ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যে সম্প্রচারিত হয়েছে।
Live video footage from Tel Aviv showed a barrage of projectiles that the Israeli military says were Iranian missiles after warnings of an imminent attack. pic.twitter.com/7HGTvZvQtD
— Al Jazeera English (@AJEnglish) October 1, 2024