ভাঙ্গনের পথে ‘INDIA’ জোট ! মমতা নিজের অবস্থান জানিয়ে দিতেই চাপে কংগ্রেস?
ইন্ডিয়া জোট (India Alliance) নিয়ে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় জোটের বৈঠকের মধ্যে কংগ্রেস সম্পর্কে বিরক্তি প্রকাশ করেছিলেন। তার পর গত সোমবার পার্ক সার্কাসের মঞ্চ থেকে নাম না করে কংগ্রেসের সমালোচনা করেছিলেন ! কিন্তু বুধবার বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়টি সরাসরি উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
বুধবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভায় রওনা হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছেন, বাংলায় তৃণমূল কংগ্রেস একাই লড়বে। যা হওয়ার তা ভোটের পরে দেখা যাবে। শুধু তা-ই নয়, তৃণমূলনেত্রী জানান, রাহুল গান্ধী যে বাংলায় আসছেন, সেটাও সৌজন্য দেখিয়ে তাঁকে জানানো হয়নি। যদিও এর আগে রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে দাবি করেছিলেন, ভারত জোড়ো ন্যায় যাত্রার আমন্ত্রণ ‘ইন্ডিয়া’র সমস্ত শরিকদলকেই জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বুধবারের এই মন্তব্যের পরে কংগ্রেসের সঙ্গে পঞ্জাবের জোটের বিষয়ে অন্য সুর শোনা গিয়েছে অরবিন্দ কেজরীওয়ালের গলায়।
বুধবার কংগ্রেস প্রসঙ্গে প্রশ্ন করলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কারও সঙ্গে আমার কোনও কথা হয়নি। আমার প্রস্তাব প্রথম দিনেই প্রত্যাখ্যান করেছে ওরা ! আমার সঙ্গে কারও কোনও আলোচনা হয়নি। একদম মিথ্যা কথা! তিনি আরও বলেন,এই যে আমাদের রাজ্যে আসছে কংগ্রেসের যাত্রা,আমাকে তো এক বারও বলেনি!
মমতা বন্দ্যোপাধ্যায় এর কথায়,আমরা আঞ্চলিক দলগুলো ভোটের পরে কী সিদ্ধান্ত নেব, তা ভোটের পরেই ঠিক করব। কংগ্রেসকে বলেছিলাম ৩০০ আসনে লড়তে। বাকিটা আমরা সকলে মিলে লড়ে নিতাম । বস্তুত, মমতার বুধবারের মন্তব্যে এ-ও স্পষ্ট যে, ভাঙ্গনের পথে ‘INDIA’ জোট ,‘ইন্ডিয়া’র অন্দরে কংগ্রেসকে এক দিকে এবং অন্য আঞ্চলিক দলগুলিকে আর এক দিকে রাখছেন।