নীতীশ কুমার I.N.D.I.A. সমন্বয়কারী না হওয়া নিয়ে নীরবতা ভাঙল তৃণমূল কংগ্রেস (TMC)
বিজেপি বিরোধী রাজনৈতিক জোট ‘ইন্ডিয়া (I.N.D.I.A.) র শনিবারের ভার্চুয়াল বৈঠক থেকে চেয়ারপার্সন করা হল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে (Mallikarjun Kharge)। শনিবারের অন্যতম আলোচ্য বিষয় ছিল এক জনকে আহ্বায়ক বা চেয়ারপার্সন ঠিক করা।
এদিকে নীতীশ কুমার ‘ইন্ডিয়া (I.N.D.I.A.) রসমন্বয়কারী না হওয়া নিয়ে নীরবতা ভাঙল তৃণমূল কংগ্রেস।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি মমতা ব্যানার্জি গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় উন্নয়নমূলক জোটের (I.N.D.I.A.) উপদলের বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আহ্বায়ক করার প্রস্তাবে তার মতানৈক্য প্রকাশ করেছিলেন। শনিবার এই দাবি করেন তৃণমূল কংগ্রেস (TMC) নেতারা। TMC বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নীতীশ কুমারকে জোটের সমন্বয়ক করার প্রস্তাবে দলের অবস্থান স্পষ্ট করেছেন।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ততার কারণে ভার্চুয়াল সভায় উপস্থিত হননি। তৃণমূল কংগ্রেস (TMC) নেতারা বলেছেন যে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তারা বৈঠকের বিষয়ে তথ্য পান। TMC মুখপাত্র কুণাল ঘোষের মতে, মমতা শেষ মুহূর্তে আমন্ত্রণ পেয়েছিলেন।অন্যান্য কাজ থাকায় তিনি যোগ দিতে পারেনি।এমনকি ‘ইন্ডিয়া (I.N.D.I.A.)’র সমন্বয় কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শনিবারের ভার্চুয়াল বৈঠকে যোগ দেননি।
VIDEO | “If you see the history of INDIA alliance, they are not a serious political alliance; instead, they are a soap opera, and they keep providing with entertaining news,” says Assam CM @himantabiswa. pic.twitter.com/Gy17VT4iFS
— Press Trust of India (@PTI_News) January 13, 2024
তবে, বিজেপি নেতারা তৃণমূলকে আঘাত করে বলেছে যে জোটের শরিকদের মধ্যে কোনও ঐকমত্য নেই। বাংলার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, কেউ গর্তযুক্ত নৌকার অধিনায়ক হতে চায় না।যদি প্রধানমন্ত্রী হওয়ার আশার সামান্যতম কিরণও থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়ে পড়তেন। তিনি মল্লিকার্জুন খড়্গেকে বলির পাঁঠা হিসেবে দেখেছেন। নীতীশ কুমারও সেটা বুঝতে পেরেছেন।
সুকান্ত মজুমদারের বক্তব্যকে পাল্টা দিয়ে কুণাল ঘোষ বলেন, বিজেপি তৃণমূলকে ভয় পায়। এ বিষয়টি জোটের অভ্যন্তরীণ বিষয়। কেন এই নিয়ে চিন্তিত বিজেপি? তবে দলের আরও কয়েকজন নেতাও বৈঠকে যোগ দেননি।
এটি লক্ষণীয় যে শনিবার ইন্ডিয়া গ্রুপের নেতাদের একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছিলো। এ বৈঠকে আসন ভাগাভাগি ও জোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা করা হয়। বৈঠকে কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে জোটের সভাপতি করা হয়।
এর আগে জোটের আহ্বায়ক হিসেবে নীতীশ কুমারের নাম প্রস্তাব করা হলেও তিনি দায়িত্ব নিতে রাজি হননি। তিনি বলেন, সব দল ঐকমত্যে পৌঁছালেই তিনি তার ভূমিকা মেনে নেবেন।
VIDEO | “(Bihar CM) Nitish Kumar has refused to become the convenor (of INDIA bloc). Maybe this is his personal opinion. He is big leader and has played a key role in the politics of the country, especially Bihar. Such a leader should play a key role to help the INDIA alliance,”… pic.twitter.com/SuhcocM2Vv
— Press Trust of India (@PTI_News) January 13, 2024