‘আদানির টাকা সরানোর শরিক সেবি চেয়ারম্যান মাধবী পুরি বুচ স্বয়ং’! হিন্ডেনবার্গ রিসার্চের বিস্ফোরক দাবি ?
‘ভারতে বড় কিছু হতে চলেছে’ বলে দাবি হিন্ডেনবার্গের। আমেরিকান শর্ট সেলার ফার্ম হিন্ডেনবার্গ রিসার্চ, যাদের নিয়ে শোরগোল পড়েছিল আদানি ইস্যুতে। নতুন করে ভারত নিয়ে এই পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে।
শনিবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে, আমেরিকান সংস্থাটি ভারতীয় সংস্থা কোনও কোম্পানিকে নিয়ে বড় কিছু প্রকাশের ইঙ্গিত দিয়েছিলো । হিন্ডেনবার্গ রিসার্চ জানায়, “শিল্পপতি গৌতম আদানিরা যে টাকা সরিয়েছে তাতে অংশিদারিত্ব রয়েছে কেন্দ্রীয় সংস্থা সেবির প্রধান মাধবী পুরি বুচের।
NEW FROM US:
Whistleblower Documents Reveal SEBI’s Chairperson Had Stake In Obscure Offshore Entities Used In Adani Money Siphoning Scandalhttps://t.co/3ULOLxxhkU
— Hindenburg Research (@HindenburgRes) August 10, 2024
প্রসঙ্গত শনিবার সকালে হিন্ডেনবার্গ ইঙ্গিত দিয়েছিল যে তারা এমন একটি তথ্য প্রকাশ করতে চলেছে যা ‘বিস্ফোরক’ হতে চলেছে। শনিবার রাতে তাদের সংস্থার হ্যান্ডল থেকে পোস্ট করার পর জাতীয় রাজনীতিতে প্রচণ্ড আলোড়ন দেখা দিয়েছে।
গত বছরের জানুয়ারিতে, হিন্ডেনবার্গ রিসার্চ গৌতম আদানির আদানি গ্রুপের উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছিল, যা বিশাল আলোড়ন সৃষ্টি করে। এই প্রতিবেদনে আদানি গ্রুপের বিরুদ্ধে বহু গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছিল। প্রতিবেদন প্রকাশের পরপরই আদানি গ্রুপের শেয়ারের দাম তীব্রভাবে পতন হয়েছিল। গৌতম আদানি, যিনি বিশ্বের ২ নম্বর ধনী ব্যক্তি ছিলেন, তার সম্পদের মূল্যে রেকর্ড পতনের ফলে ৩৬ তম স্থানে নেমে এসেছেন।
উল্লেখ্য, লোকসভা ভোটের প্রাক্পর্বে হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে জাতীয় রাজনীতিতে তোলপাড় হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিল্পপতি আদানির ‘সখ্য’ তুলে ধরে বিরোধীরা আভিযোগ করেছিল, সবটাই হচ্ছে বোঝাপড়ার ভিত্তিতে। পাল্টা বিজেপির তরফে হিন্ডেনবার্গের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। পদ্ম শিবিরের কেউ কেউ এ-ও অভিযোগ করেছিলেন, আন্তর্জাতিক পরিসরে ভারতের ‘শক্র’ হিসাবে পরিচিত দেশগুলির অর্থ সাহায্যে হিন্ডেনবার্গ এই ‘ভুয়ো’ রিপোর্ট তৈরি করেছে এবং ভারতের মধ্যে অস্থিরতা তৈরি করতে চাইছে। লোকসভা ভোট মিটে যাওয়ার পর তিন মাস কাটার আগেই ফের হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে আন্দোলিত জাতীয় রাজনীতি।