কোভিডের নয়া ভ্যারিয়েন্টে কলকাতায় বৃদ্ধের মৃত্যু, বাড়ছে উদ্বেগ, বিধি মেনে চলার পরামর্শ
দু’দিন আগেই শহর কলকাতায় ৪ করোনা আক্রান্তের হদিশ মিলেছিল। এবার মৃত্যুর ঘটনাও ঘটল। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, সবচেয়ে উদ্বেগের ঘটনা মৃত বৃদ্ধের শরীরে কোভিডের জেএন.ওয়ান সাব ভ্যারিয়েন্টের নমুনা পাওয়া গিয়েছে।
জানা গেছে, একবালপুরের বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন ওই বৃদ্ধ।
বয়স সত্তরের কাছাকাছি। বৃহস্পতিবারই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রের খবর, হৃদরোগ-সহ অন্য অসুখও ছিল বৃদ্ধর। কোভিড টেস্টও করানো হয়। বিকেলে কোভিড পজেটিভ রিপোর্ট আসে। রাত সাড়ে ১০টা নাগাদ মৃত্যু হয়।
মৃত বৃদ্ধের শরীরে করোনার নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণ পাওয়া যাওয়ায় ঘটনাটিকে ঘিরে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে স্বাস্থ্য মহলে। কারণ, গত সপ্তাহে কলকাতায় পর পর দু’দিন আট জন করোনা রোগীর সন্ধান মিলেছিল। এমনকী তালিকায় ছিল ছ’মাসের এক শিশুও। তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। তাতে অবশ্য নয়া ভ্যারিয়েন্টের নমুনা পাওয়া যায়নি। তাই স্বস্তির শ্বাস পড়েছিল স্বাস্থ্য ভবনের অভ্যন্তরে।
সম্প্রতি বিশ্বের নানা প্রান্তে উদ্বেগ বাড়ানোর নেপথ্যে রয়েছে জেএন.১। দেশজুড়েও ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। বর্ষশেষের উদযাপনের আগে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
ইতিমধ্যে রাজ্যগুলিতে সতর্কতা জারি করেছে কেন্দ্র। রাজ্যের তরফেও জারি করা হয়েছে প্রয়োজনীয় নির্দেশিকা। তারই মাঝে করোনার নয়া ভ্যারিয়েন্টের খোঁজ মেলায় বাড়ছে উত্কণ্ঠা। তবে অযথা আতঙ্কিত না হয়ে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা।