‘ভুল তথ্য প্রদান করছেন’, মোদীকে পাঠানো মমতার চিঠির উত্তরে কেন্দ্রের কড়া প্রতিক্রিয়া।
ধর্ষণ এবং খুনের মতো নৃশংস অপরাধের জন্য কঠোর কেন্দ্রীয় আইন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন। উত্তরে, কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী রাজ্যকে দায়ী করে একটি পাল্টা চিঠি প্রেরণ করেছেন। এটি মমতার প্রতি কেন্দ্রীয় মন্ত্রীর দ্বিতীয় পাল্টা জবাবি চিঠি।
চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেছেন যে, ধর্ষণের মতো গুরুতর অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কঠোর আইন প্রচলিত আছে। তবে এই আইনগুলি যাতে কার্যকর ভাবে বাস্তবায়িত হয়, সে সম্পর্কে রাজ্যকে আরও সক্রিয় হতে অনুরোধ জানিয়েছেন অন্নপূর্ণা দেবী।
কেন্দ্রীয় মন্ত্রী মমতাকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গে ধর্ষণ এবং পকসো মামলার জন্য অনুমোদিত অতিরিক্ত ১১টি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট এখনও চালু হয়নি। চিঠিতে বলা হয়েছে, ‘পশ্চিমবঙ্গে ৪৮ হাজার ৬০০টি ধর্ষণ এবং পকসো মামলা বিচারাধীন আছে, তবু রাজ্য ১১টি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট চালু করেনি।’ চিঠিতে আরও বলা হয়েছে, রাজ্য সরকার ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করলেও সেগুলি কেন্দ্রীয় সরকারের ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের সমতুল্য নয়। মন্ত্রী উল্লেখ করেছেন, ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট চালু না করার বিলম্বকে ধামাচাপা দেওয়ার চেষ্টা মনে হচ্ছে। তিনি লিখেছেন, ‘আপনার চিঠিতে উল্লিখিত তথ্য বাস্তবে ভুল, এবং রাজ্যে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট চালু না করার বিলম্ব লুকানোর চেষ্টা মনে হচ্ছে।’
প্রসঙ্গত, আরজি কর ঘটনায় মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি জানিয়েছেন। এই পরিস্থিতিতে শুক্রবার মমতা আবার প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন। এর আগে মমতা একটি চিঠি লিখেছিলেন, যার প্রত্যুত্তরে অন্নপূর্ণা দেবী জবাব দিয়েছিলেন। তিনি নারী ও শিশুদের সুরক্ষার জন্য রাজ্যের ব্যবস্থার বাস্তবায়নের অভাবের জন্য রাজ্য সরকারকে তীব্র সমালোচনা করেছিলেন। সেই পর্বের পর রাজ্য ও কেন্দ্রের মধ্যে ফের চিঠি চালাচালি হয়েছে।