‘ওরাই গাড়িতে করে নিয়ে অস্ত্র আসেনি তো?’ সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারে CBI ও NSG-র ওপর সন্দেহ মমতার!
শেখ শাহজাহানের বাড়ির মেঝে খুঁড়ে বিদেশি অস্ত্র উদ্ধার হয়েছে, যা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবারের মতো এই বিষয়ে মুখ খুলেছেন এবং সন্দেহ প্রকাশ করেছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গাড়িতে করে অস্ত্র নিয়ে সন্দেশখালিতে যান।
শনিবার কুলটিতে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচার চালান মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “বাংলায় যদি চকোলেট বোমা ফাটে, তাহলেও এনআইএ, সিবিআই, এনএসজি আসে। মনে হয় যুদ্ধ লাগছে।”
রাজ্য পুলিশ কি পাওয়া গেছে তা জানায়নি। এটা সম্ভব যে তারাই গাড়িতে করে এনেছিল। তারা বোমা ফাটিয়ে চাকরি নিয়ে ভোটে জেতার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। “এটা আমাদের চ্যালেঞ্জ, বোমা ফাটিয়ে এবং চাকরি নিয়ে ভোটে জিততে পারবেন না।” বসিরহাট লোকসভা কেন্দ্রের হাসনাবাদের এক বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটেছে, এবং তিনি সে কথা উল্লেখ করেছেন।
উল্লেখ্য, গোপন সূত্র অনুসারে পাওয়া খবরে ভিত্তি করে শুক্রবার সন্দেশখালির আগারহাটি মল্লিকপাড়ায় সিবিআই অভিযান চালায়। তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িকে ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সিবিআই ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকাকালীন মেঝে ভেঙে ফেলা হয়, এবং সেখান থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
বিকেলে এনএসজি ওই এলাকায় পৌঁছায়। মেঠো পথ ধরে ভেড়ি দিয়ে ঘেরা রহস্যময় এক বাড়িতে যায় তাদের রিমোট-চালিত রোবট। এক ঘণ্টার বেশি সময় নিয়ে তল্লাশি চালিয়ে বাড়ি থেকে একটি রহস্যময় ব্যাগ উদ্ধার করে রোবটটি। সিবিআই সূত্রে জানা গেছে, শাহজাহানের ‘ঘনিষ্ঠ’ আত্মীয়ের বাড়ি থেকে জার্মানি থেকে আনা অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনা নিয়ে ভোটের আগে রাজনৈতিক মহল সরগরম। শাসক দলের দাবি, ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা চলছে। এই অভিযোগে তৃণমূল নির্বাচন কমিশনে সিবিআইয়ের বিরুদ্ধে নালিশ জানিয়েছে।