তৃণমূলী বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
মেডিক্যালে ভর্তি দুর্নীতি মামলায় হাইকোর্টে নজিরবিহীন সংঘাত। বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিন্হাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন। সেখানে বিচারপতি অমৃতা সিন্হাকে ডেকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সেন। প্রথমে বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাঁকে বিরক্ত করা যাবে না। তারপর বলেছিলেন, বিচারপতির অমৃতা সিন্হার এজলাসে শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে।এরপর বলেছিলেন, প্রাথমিকের দুটি মামলা খারিজ করতে হবে বিচারপতি অমৃতা সিন্হাকে।’ বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেছেন, বিচারপতি অমৃতা সিন্হা বিষয়টি প্রধান বিচারপতিকে জানিয়েছেন। হাইকোর্টের প্রধান বিচারপতি এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন আমি বিচারপতি অমৃতা সিন্হার থেকে এটা জানতে পেরেছি।বিচারপতি সৌমেন সেন স্পষ্টতই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। তাই সুপ্রিম কোর্টের উচিত তার সমস্ত নির্দেশ খারিজ করা।
প্রসঙ্গত রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সূত্রের খবর তিনি বলেছেন, আপনি কার পা চেটে আবার অ্যাডভোকেট জেনারেল হয়েছেন, সেটা আমি জানি। আপনার প্রভুদের কাছে গিয়ে যা বলার বলুন।
অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের উদ্দেশে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পাল্টা তোপ এজিরও। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, আপনিই বা কী লুকোচ্ছেন? আপনার এজলাসে লাইভ স্ট্রিমিং বন্ধ কেন? আপনার সাহস নেই? আপনার সাহস থাকলে বলুন, আপনাকে বিজেপির তরফে ভোটের টিকিটের প্রস্তাব দেওয়া হয়নি? তারপরে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানালেন, না, এরকম কিছু হয়নি, নির্দেশে লিখে দিলাম।