আগে ‘চোর’ শুনে রাগতো, এখন ‘ক্যাগ’ শুনে রাগেন!মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা!
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (CAG) রিপোর্ট নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় অব্যাহত। সরকারের বিরুদ্ধে সিএজি (CAG) রিপোর্টকে হাতিয়ার করে সরব বিরোধী বিজেপি শিবির। সেই প্রসঙ্গেই, এ বার রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় বিঁধলেন শুভেন্দু অধিকারী। এর সাথে আসন্ন রাজ্য বাজেট থেকে বিজেপি কী ‘আশা’ রাখছেন, তা-ও মঙ্গলবার জানিয়ে দিলেন বিরোধী দলনেতা।
সিএজি (CAG) রিপোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা নিয়ে আলোচনার দাবিতে বিধানসভায় মুলতুবি প্রস্তাব জমা দেন বিজেপির পরিষদীয় দল। যদিও আলোচনার অনুমতি দেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এর পরেই বিজেপি MLA দের হট্টগোলে বিধানসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। বিধানসভার অধিবেশনে সিএজি (CAG) রিপোর্ট নিয়ে আলোচনার অনুমতি না মেলায় রাজ্যের শাসকদল তথা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা। তিন বলেন ,মুখ্যমন্ত্রী আগে চোর শব্দ শুনলে মুখ্যমন্ত্রী আতঙ্কিত হয়ে পড়েন। ওঁর ঘুম ছুটে যায়। এখন ক্যাগ শব্দ শুনলেই মুখ্যমন্ত্রী এবং শাসকদল লাফাচ্ছে। বিধানসভায় আজ ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করতে দেওয়া হয়নি। বিজেপির জোরালো প্রতিবাদে অধিবেশন মুলতুবি করতে বাধ্য হয়েছে।
শুভেন্দু অধিকারী দাবি করেন ,সিএজি (CAG) রিপোর্টে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য রয়েছে। ভুয়ো অ্যাকাউন্টের তথ্য রয়েছে,টাকা তছরুপের তথ্য রয়েছে,কারচুপি এবং দুর্নীতির অভিযোগও রয়েছে।
সিএজি (CAG) রিপোর্ট নিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি বাজেট অধিবেশন থেকে বিজেপির কি ‘আশা’র কথা শোনালেন শুভেন্দু অধিকারী । আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হবে। সেই বাজেটে, রাজ্যের শিল্পের অগ্রগতির জন্য টাটাকে যেনো রাজ্যে ফিরিয়ে আনার চেষ্টা থাকবে বলেই আশা করছেন শুভেন্দু অধিকারী। একই সাথে এই বাজেটে রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে DA দেওয়ার কথা ঘোষণার আশা তিনি রাখছেন।একই সঙ্গে তিনি বলেন রাজ্যের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের টাকাও ৫০০ থেকে বাড়িয়ে ২০০০ টাকা,পেট্রোপণ্য এবং রান্নার গ্যাসে রাজ্য সরকার যে ‘সেস’ নেয়, তা-ও বাজেটে মকুব করা ,সিভিক পুলিশ এবং আশা কর্মীদের বেতন-ভাতা ও সরকারি শূন্যপদে অবিলম্বে নিয়োগ নিয়েও বাজেটে ঘোষণা হবে বলে আশার কথা শুনিয়েছেন বিরোধী দলনেতা। যদিও রাজনৈতিক মহলের দাবি, রাজ্য বাজেট নিয়ে নিজেদের ‘আশা’র আড়ালে আসলে নিজেদের ‘ইস্যু’র কথাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী ।