নাগরিকত্ব সংশোধনী আইন বা জাতীয় নাগরিক পঞ্জীকরণ তথা (CAA-NRC) নিয়ে ভারতের মুসলিম সম্প্রদায়ের আতঙ্কিত হওয়ার কিছু নেই। অসমের গুয়াহাটিতে এক অনুষ্ঠানে এমন আশ্বাসই দিলেন RSS প্রধান মোহন ভাগবত । কয়েকদিন আগে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, ভারতীয় মুসলমানরা বিপদে আছেন এমন একটা বক্তব্যের ফাঁদ তৈরি করা হচ্ছে। মুসলিমরা যেন এই ফাঁদে পা না দেন।
মোহন ভাগবতের কথায়, ‘‘সিএএ-এনআরসি (CAA-NRC) কোনও ভারতীয় নাগরিকেরই বিরুদ্ধে তৈরি করা আইন নয়। ভারতের মুসলিম নাগরিকরা সিএএ থেকে কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। রাজনৈতিক ফায়দা তুলতে এই দুই বিষয়কে হিন্দু-মুসলিমের বিষয় করে তোলা হয়েছে। এটা আদৌ হিন্দু-মুসলিমের বিষয় নয়।’’ তিনি বলেন, এটি দেশের নাগরিকদের চিহ্নিত করার জন্য একটি প্রক্রিয়া। কোনও ধর্মেরই বিরুদ্ধে তা নয়।
বর্ষীয়ান এই আরএসএস নেতা বলেন, দেশভাগের পর থেকেই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল দেশ। সেই প্রসঙ্গ তুলেই পাকিস্তানকে বেঁধেন তিনি বলেন, ‘‘আমরা আজও মেনে চলি। কিন্তু পাকিস্তান মানেনি। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার সময় সকলেই দেখেছিল স্বাধীন দেশের।কিন্তু দেশভাগের সময় দেশের মানুষদের অনুমতি নেওয়া হয়নি। সকলের মতামত নিলে সেই সময় দেশভাগ হতই না। কিন্তু তবুও নেতাদের এই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন দেশের মানুষ ।তার ফলশ্রুতিতে দেশের বহু মানুষকে ঘর ছাড়তে হয়েছিল। এই ধারা এখনও বহমান। তাঁদের দোষ কী ছিল? তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য।’’