লোকসভা ভোটের আগে গোটা দেশে চালু হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন (CAA)। একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিক ভাবে সিএএ চালু হওয়ার কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বিল পাশ হওয়ার পর চার বছর পর চালু হল হল সিএএ।
লোকসভা ভোটের আগে তুরুপের তাস বের করল কেন্দ্রের সরকার। নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হওয়ার ঘোষণা করল মোদী সরকার। সোমবার বিকেলে দেশজুড়ে CAA বিধি কার্যকর হওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
Ministry of Home Affairs (MHA) will be notifying today, the Rules under the Citizenship (Amendment) Act, 2019 (CAA-2019). These rules, called the Citizenship (Amendment) Rules, 2024 will enable the persons eligible under CAA-2019 to apply for grant of Indian citizenship. (1/2)
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) March 11, 2024
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ফেব্রুয়ারি মাসে জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের আগেই দেশে সিএএ কার্যকর হবে। তাঁর কথা অনুযায়ী, শীঘ্রই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি হবে।
তবে মতুয়া জনবসতি অধ্যুষিত নদিয়া এবং উত্তর ২৪ পরগনার সভায় এসে সিএএ নিয়ে মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বনগাঁর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছিলেন, ‘‘ভোটের আগে সিএএ কার্যকর হচ্ছেই। ভোট ঘোষণার এক-দু’দিন বা তিন দিন আগে হলেও সিএএ কার্যকর হবে। এমনকি, নির্বাচন বিধি চালু হওয়ার এক ঘণ্টা আগে হলেও সিএএ কার্যকর হতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক গত মাসে সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছিলেন, সিএএ কার্যকরের বিজ্ঞপ্তি লোকসভা নির্বাচনের অনেক আগেই জারি হয়ে যাবে।এই আইনের ধারা তৈরি করা হয়েছে। অনলাইনে নাম নথিভুক্তকরণের জন্য একটি পোর্টালও প্রস্তুত করা হয়েছে। তিনি আরও বলেন, ‘‘সিএএ-র প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে। আবেদনকারীরা শুধু জানাবেন, তারা কোন সময়ে ভারতে প্রবেশ করেছিলেন।’
উল্লেখ্য, ২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই CAA বিল পাশ করিয়েছিল কেন্দ্রের BJP সরকার। তবে কেন্দ্রের তরফে এত দিন ধরে সিএএ কার্যকর করা নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এই নাগরিকত্ব সংশোধনী আইন মোতাবেক, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের পর বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম দেশ থেকে বিতাড়িত হয়ে আসা ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে CAA। বিভ্রান্তি দূর করার জন্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এও স্পষ্টভাবে জানিয়েছিল, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান ছাড়া অন্য কোনও দেশ থেকে আসা মুসলিম বা কোনও বিদেশি শরণার্থীদের জন্য CAA কার্যকর হবে না। ভারতীয় মুসলিমদেরও উপরও কোনও প্রভাব পড়বে না। কোনও ভারতীয় নাগরিককে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত বা মৌলিক অধিকারের উপর CAA কোনওরকম প্রভাব করবে না CAA। এমনটাই আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।