ভ্যাপসা গরমে ঘামের কারণে অনেক মহিলাই ব্রা পরতে অস্বস্তি অনুভব করেন। তাই আবহাওয়া ও আরামের দিকটি মাথায় রেখে অন্তর্বাস নির্বাচন করা উচিত। পোশাকের স্টাইল মরশুম অনুযায়ী পরিবর্তিত হয়, কিন্তু পোশাকের সঙ্গে মানানসই অন্তর্বাস না পরলে স্টাইলের পূর্ণতা আসে না। তাই পোশাকের ধরন অনুযায়ী ব্রায়ের স্টাইলে পরিবর্তন আনা প্রয়োজন। এই গরমে কোন ধরনের অন্তর্বাস পরলে আরাম পাবেন তা জেনে নিন।
১) যদিও স্টাইলের জন্য স্পোর্টস ব্রা তেমন একটা পরিচিত নয়, আরামের ক্ষেত্রে এটি অন্যতম। এই দমবন্ধ করা গরমে, স্পোর্টস ব্রা আরাম প্রদান করে।

২) গরমে সুতির কাপড়ের পোশাক পরা অত্যন্ত আরামদায়ক। এই মৌসুমে, কটন সত্যিই রাজা। তাই প্রতিদিনের ব্যবহারের জন্য বাড়িতে সুতির ব্রা পরা উত্তম। এটি স্তনের ত্বককে আরামদায়ক রাখে এবং ঘাম হলেও অস্বস্তি হয় না।
৩) গরমে খুব চাপা অন্তর্বাস পরা এড়িয়ে চলা ভালো। এতে ত্বকে র্যাশ হতে পারে এবং রক্ত সঞ্চালনেও বাধা পেতে পারে, যার ফলাফল ভয়াবহ হতে পারে। তাই সঠিক ফিটিংসের ব্রা পরুন এবং সুন্দর ফিগার পাওয়ার আশায় টাইট অন্তর্বাস পরে নিজের ক্ষতি করবেন না।

৪) গরমের দিনে অনেকে স্ট্র্যাপলেস পোশাক পরেন। এক্ষেত্রে স্ট্র্যাপলেস ব্রা একমাত্র ভরসা। গরমে ব্রা-এর স্ট্র্যাপ ত্বকে চেপে বসে থাকার জন্য অনেক সময় অস্বস্তি হয়। স্ট্র্যাপ ছাড়া ব্রা হলে সেসব চিন্তা থাকে না।

৬) প্রতিদিন বাইরে বের হলে টি-শার্ট ব্রা পরা যেতে পারে। এটি আরামদায়ক হয়।