BCCI-টিম ম্যানেজমেন্ট অশান্তি, কাঠগড়ায় কোহলি
দলের নিয়মিত ওপেনার শুভমন গিলের চোট। আর তাতেই চরমে ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজমেন্ট এবং বিসিসিআইয়ের দ্বন্দ্ব। বিতর্কের মূল বিষয়বস্তু, আদৌ ইংল্যান্ডে গিলের পরিবর্ত হিসেবে অন্য কোনও ওপেনারকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে কিনা? এ বিষয়ে পুরো ১৮০ ডিগ্রিতে অবস্থান করছে বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট।
চোটের কারণে ৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন ভারতীয় টেস্ট দলের নিয়মিত ওপেনার শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজের প্রথম তিন ম্যাচে তিনি খেলতে পারবেন না। মেডিক্যাল টিম এ খবর জানাতেই গিলের পরিবর্ত হিসেবে অন্তত একজন ওপেনারকে ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়ার দাবি জানায় টিম ম্যানেজমেন্ট। তাঁদের দাবি পৃথ্বী শ’ বা দেবদত্ত পাড়িক্কলের মধ্যে কাউকে ইংল্যান্ডে পাঠানো হোক।
তাতেই প্রবল আপত্তি বিসিসিআইয়ের । বোর্ডের প্রশ্ন, এই চোট আঘাতের ভয়েই তো ভারত ২৪ সদস্যের দল পাঠিয়েছে ইংল্যান্ডে। তাঁদের সঙ্গে কয়েকজন রিজার্ভ ক্রিকেটারকেও পাঠানো হয়েছে। তাহলে এখন নতুন করে ক্রিকেটার পাঠানোর প্রশ্ন উঠছে কেন? ২৪ সদস্যের নির্বাচিত ভারতীয় দলে যদি ম্যানেজমেন্টের সমস্যাই থেকে থাকে, তাহলে কেন অধিনায়ক ভিরাট কোহলি আগে এ নিয়ে প্রশ্ন কেন তুললেন না? দল নির্বাচনের সময় তো কোহলির সামনেই বাছা হয়েছিল,সেই সময় জানানো উচিত তাঁরা ঠিক কী চায়? সেভাবেই দল নির্বাচন করেন নির্বাচকরা। কিন্তু এক্ষেত্রে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রয়োজন বলে মনে করছে বিসিসিআই ।