জলপাইগুড়ি সীমান্তে অনুপ্রবেশের প্রচেষ্টায় আটক ১২০০ বাংলাদেশি! অনুপ্রবেশ রুখল BSF
একদিকে অশান্তির আগুন জ্বলছে, অন্যদিকে অনুপ্রবেশের প্রচেষ্টা চলছে। জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্তে প্রায় ১২০০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বিএসএফ আটক করেছে। চিলডাঙা গ্রামের জিরো পয়েন্টে কাঁটাতার না থাকায় অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল। বিএসএফ সীমান্ত পেরোনোর আগেই তাদের আটকে দিয়েছে এবং অনুপ্রবেশ রোধে গ্রামে গ্রামে সতর্কতা বাড়াচ্ছে।
বিএসএফ-এর ৯২ ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মনোজ কুমার গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে সচেতন করেছেন এবং সবদিকে নজর রাখার এবং নতুন লোক দেখলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার জলপাইগুড়ির খারিজা বেরুবাড়ি নতুন সর্দার পাড়ায় গ্রামবাসীদের সঙ্গে বিএসএফ আধিকারিকরা বৈঠক করেছেন।
বাংলাদেশে বর্তমানে অরাজকতা বিরাজ করছে। এর ফলে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সম্ভাবনা ছিল যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ত্যাগের পর আশঙ্কা করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তে কঠোর নজরদারি শুরু হয় এবং বিএসএফ নিরাপত্তা বলয় আরও দৃঢ় করে। এই অবস্থায় জলপাইগুড়িতে অনুপ্রবেশের একটি চেষ্টা ধরা পড়ে। প্রায় ১২০০ বাংলাদেশি জলপাইগুড়ির বেরুবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে এবং বিএসএফ তাদের আটক করে।
ANI সূত্র অনুযায়ী, একজন বরিষ্ঠ বিএসএফ অফিসার জানান, উত্তরবঙ্গের বিস্তীর্ণ বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের অনেক নাগরিক জড়ো হয়েছিলেন এবং ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং বিএসএফের সহায়তায় তাদের সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
বাংলাদেশের বর্তমান অরাজক পরিস্থিতির প্রভাব ভারতে পড়ার আশঙ্কা ছিল এবং এর ফলে পশ্চিমবঙ্গে শরণার্থীর ঢেউ আসতে পারে বলে মনে করা হচ্ছিল।