আগামী ৪৮ ঘন্টার মধ্যে হিন্দু অত্যচার বন্ধ না হলে সোমবার থেকে ‘সীমান্ত সিলের’ হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর !
পশ্চিমবঙ্গেও প্রভাব ফেলেছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতার। এই ঘটনার প্রতিবাদে বিজেপি সক্রিয় হয়েছে। সুকান্ত মজুমদার বিদেশমন্ত্রকে হস্তক্ষেপের জন্য আহ্বান জানিয়েছেন। বিজেপি বিধানসভায় বিক্ষোভ দেখিয়েছে এবং আগামী দিনগুলিতে বেশ কিছু কর্মসূচি নিয়েছে। শুভেন্দু অধিকারী গতকাল থেকে এই ঘটনায় সোচ্চার হয়েছেন এবং আজ তিনি পথে নেমে এবং সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।
শুভেন্দু এক্স হ্যান্ডেলে লিখেছেন, “মাত্র কয়েক ঘণ্টার নোটিসে, কলকাতার হৃদয়ে অনেক সনাতনী সমবেত হলেন। বাংলাদেশের চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে মৌলবাদী অন্তর্বর্তী সরকারের শাসনকালে হিন্দু সম্প্রদায়ের উপর নিয়মিত পূর্ব পরিকল্পিত ও সমন্বিত আক্রমণের প্রতিবাদে জমায়েত হয়েছে। সম্মানিত হিন্দু সন্ন্যাসী শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের বেআইনি আটকের প্রতিবাদে পশ্চিমবঙ্গের সব সনাতনীদের আহ্বান জানাচ্ছি। শ্রী চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। এই ঘটনার প্রতিবাদে বিকালে বাংলাদেশ হাই কমিশনের দিকে মিছিল করে গিয়ে উপ হাই কমিশনারের কাছে স্মরকলিপি জমা দেন শুভেন্দু অধিকারী ।”
ইসকনের এক সন্ন্যাসীর গ্রেফতারের প্রতিবাদে আজ বাংলাদেশ সারাদিন উত্তাল ছিল। এর প্রভাব ভারতেও পড়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অবাধ হামলার প্রতিবাদে বিজেপি সোচ্চার হয়েছে। মঙ্গলবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা প্রতিবাদ জানিয়েছেন। শুভেন্দু বলেন, আসন্ন বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চ সব হিন্দুকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে। যদি রবিবারের মধ্যে কাজ না হয়, তাহলে বনগাঁর বিধায়ক পেট্রাপোলে অবরোধ শুরু করবেন সোমবার থেকে।” এদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বেহালায় মশাল মিছিল করেছে বিজেপি।
শুভেন্দু অধিকারী বলেছেন, “কলকাতার রাস্তায় হাজার হাজার হিন্দু থাকবেন। প্রতিটি এলাকায় বিক্ষোভ দেখানো হবে। শিয়ালদা স্টেশন থেকে ডেপুটি হাই কমিশন পর্যন্ত মিছিলের জন্য হিন্দু জাগরণ মঞ্চ আহ্বান জানিয়েছে। এক লাখ হিন্দু সমবেত হবেন। সোমবার, পেট্রাপোলের কাছে বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দেবেন হিন্দুরা। আমি সেখানে থাকব। সব কিছু বন্ধ করা হবে। আমদানি-রফতানির কোনো প্রশ্নই উঠবে না।”