বিজেপি ক্ষমতায় আসলেই মমতা জেলে! কেজরিওয়ালের মন্তব্যকে সমর্থন শুভেন্দুর!
যদি বিজেপি ভোটে জিতে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে রাখা হবে, এমনটাই আশঙ্কা করছেন অরবিন্দ কেজরিওয়াল। আপ সুপ্রিমোর এই মন্তব্য শুনে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ‘আনন্দিত’ হয়েছেন। তিনি বলেন, ‘তাঁর মুখে ফুল-চন্দন পড়ুক।’ এই মন্তব্যের পর তৃণমূল কটাক্ষ করে বলেছে, মোদি সরকার বিরোধী দলনেতাদের জেলে পুরতে চায়। শুভেন্দুর মন্তব্যে এই সন্দেহ আরও দৃঢ় হয়েছে।
জেল থেকে মুক্তি পেয়ে শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল প্রথম নির্বাচনী প্রচার শুরু করেন। প্রচারে তিনি আশঙ্কা জানান যে, বিরোধী নেতাদের জেলে পাঠানো হবে এবং রাজনৈতিকভাবে তাদের শেষ করার চেষ্টা করা হবে। তিনি বলেন, “আমাদের মন্ত্রীরা, হেমন্ত সোরেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা সবাই জেলে আছেন।” তিনি আরও বলেন, “যদি এরা ভোটে জেতে, আমি হলফনামায় লিখে দিতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়, এমকে স্ট্যালিন, তেজস্বী যাদব, পিনারাই বিজয়ন সবাই জেলে যাবেন মোদির হাতে।”
শুভেন্দু অধিকারী ‘আনন্দিত’ হয়েছেন এই খবরে যে, কেজরিওয়াল মনে করেন যদি মোদি প্রধানমন্ত্রী হন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হবে। তিনি বলেন, “কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক।” এই মন্তব্যে তৃণমূল ক্ষুব্ধ হয়েছে। দলের মুখপাত্র শান্তনু সেন বলেন, “বিজেপি বিরোধী নেতা-নেত্রীদের জেলে পাঠাতে চায়, যেমন এমকে স্ট্যালিন, তেজস্বী যাদব, পিনারাই বিজয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বারবার বলেছি, বিরোধী কণ্ঠস্বর দমন করতে তারা আরও অনেক বিরোধী নেতা-নেত্রীকে জেলে পাঠাবে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য আমাদের আশঙ্কাকে আরও বেশি প্রমাণিত করেছে।”