পাটের দাম সংক্রান্ত সমস্যা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের (Piyush Goyal) সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে বলেই জানালেন ব্যারাকপুরের সাংসদ বিজেপির অর্জুন সিং (Arjun Singh)।তবে যতক্ষণ সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ তিনি লড়াই জারি রাখবেন বলেও স্পষ্ট করেছেন ৷
দিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক সেরে ফিরে পাটের দাম কমার বিষয়ে আশাবাদী ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং । তিনি জানিয়েছেন, হয়তো আগামী সপ্তাহের মধ্যেই পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করে নিতে পারে কেন্দ্র। এদিকে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে যে জল্পনা শুরু হয়েছে, সেই প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি সাংসদ জানান, সময় এর উত্তর দেবে।
গত আগে দুদিন হাইকোর্ট জানায়, জুট কর্পোরেশনের সঙ্গে পাটের সাপ্লাইয়ারদের একাংশের আঁতাঁতের জেরেই পাটের দামের ঊর্ধ্বসীমা ধার্য করা যাচ্ছে না। এরপরই গতকাল সকালে পীযূষ গোয়েলের ফোন পেয়ে দিল্লি রওনা দেন অর্জুন সিং। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অর্জুন জানিয়েছেন, সমস্যা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে একটি কমিটি। ওই কমিটি পশ্চিমবঙ্গে পরিদর্শনে আসবে বলেও জানিয়েছেন সাংসদ। অর্জুন সিং
অন্যদিকে তাঁর তৃণমূলে যোগদানের বিষয়টি নিয়ে অর্জুন সিং কোনও স্পষ্ট উত্তর দেননি ৷ ধোঁয়াশা বজায় রেখেছেন ৷ ফলে তিনি কি বিজেপিতেই থাকবেন, নাকি পুরোনো দল তৃণমূলে ফিরবেন, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷