Arijit Singh: ‘ভ্যান থেকে কথা বলা ওই সিভিক ভলিন্টিয়ারকে ফাঁসানো হয়েছে’, RG কর নিয়ে ফের পোস্ট অরিজিতের!
আরজি কর নিয়ে পোস্ট করে আবারও আলোচনায় উঠে এসেছেন অরিজিৎ সিং। WhoamI (@Atmojoarjalojo’s ) -এক্স হ্যান্ডেলটি অরিজিতের ব্যক্তিগত বলে জানা গেছে। সোমবার সেই এক্স হ্যান্ডেল থেকেই প্রশ্ন করা হয়, “সব কোথায় গেল? ভুলে গেলেন নাকি? আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল।” এই পোস্টটি নিয়ে সকাল থেকেই নেটপাড়ায় ব্যাপক সাড়া পড়েছে।
এই পোস্টগুলি ছাড়াও আরও অনেক পোস্ট করা হয়েছে। একটি পোস্টে লেখা ছিল, ‘তিলোত্তমার বিচার? কই?’ অন্য একটি পোস্টে লেখা হয়েছে, ‘আমরা আশাহত, ক্ষুব্ধ এবং অসহায়।’ এক সিভিক ভলান্টিয়ার ভ্যান থেকে বলেছেন, তাঁকে ফাঁসানো হয়েছে। অরিজিৎ সিং আর জি কর নিয়ে প্রথম থেকেই সক্রিয় ছিলেন। তাঁর লেখা, সুর করা এবং গাওয়া ‘আর কবে?’ গানটি আরজি কর আন্দোলনের একটি প্রধান অস্ত্র হয়ে উঠেছিল। যদিও এই পোস্টে আরজি করের প্রসঙ্গ সরাসরি উল্লেখ নেই, তবুও প্রসঙ্গত তিনি কী বলতে চাইছেন তা স্পষ্ট।
সম্প্রতি, RG করের ঘটনা নিয়ে গোটা রাজ্য উত্তাল হয়েছিল, যার প্রভাব গোটা দেশে এবং বিদেশেও পড়েছিল। বিশ্বের নানা প্রান্তে এই ঘটনার প্রতিবাদ হয়েছে। বর্তমানে, মামলাটি CBI দ্বারা তদন্তাধীন রয়েছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছিল, পরবর্তীতে RG কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও CBI গ্রেফতার করেছে। ইতিমধ্যে, এই ঘটনার বিচার প্রক্রিয়া আরম্ভ হয়েছে।
এদিকে, সঞ্জয় রায় প্রিজন ভ্যানের ফাঁক গলে দাবি করেছেন যে কলকাতার শীর্ষ পুলিশ আধিকারিকরা তাঁকে ফাঁসিয়েছেন। এছাড়া, অরিজিতের ব্যক্তিগত X হ্যান্ডেলের একটি পোস্ট সেই ঘটনার দিকেই ইঙ্গিত করছে বলে মনে হচ্ছে।