রাজ্যপাল পদকে ‘কলঙ্কিত করার দায়ে’ রাজ্যের ২ পুলিশকর্তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক!
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক কলকাতা পুলিশের দুই শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে ‘ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া’ শুরু করেছে, এমনটাই পিটিআই থেকে খবর পাওয়া গেছে। পিটিআই প্রতিবেদন অনুযায়ী, রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদকে ‘কলঙ্কিত করার’ অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যপালের পেশ করা রিপোর্টের ভিত্তিতে রবিবার ওই দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ শুরু হয়েছে।
সংবাদ সংস্থা জানিয়েছে, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি পুলিশ কমিশনার (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপালের পদকে কলঙ্কিত করার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তাঁরা রাজ্যপাল বোসের বিরুদ্ধে গুজব ছড়িয়ে এবং উৎসাহ দিয়ে তাঁর পদকে কলঙ্কিত করেছেন। পিটিআই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজ্যপালের রিপোর্টে বিনীত এবং ইন্দিরার বিরুদ্ধে লেখা হয়েছে, ‘‘তাঁরা যা করেছেন, তা একজন সরকারি কর্মচারীর পক্ষে আশা করা যায় না।’’ যদিও এই অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কিনা তা বিনীত বা ইন্দিরা কেউই জানেন না। পিটিআইয়ের সাথে যোগাযোগ করা হলে বিনীত বলেন, ‘‘আমি এ বিষয়ে কিছু জানি না। যদি কিছু এসে থাকে, তবে তা রাজ্য সরকারের কাছে এসে থাকবে।’’ ইন্দিরাও পিটিআইকে একই কথা জানিয়েছেন।
পিটিআই জানিয়েছে, রাজ্যপাল বোস জুন মাসের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি রিপোর্ট জমা দিয়েছিলেন। পিটিআই অনুযায়ী, গত ৪ জুলাই রাজ্য সরকারকে এর একটি প্রতিলিপি পাঠানো হয়েছে। রিপোর্টে রাজ্যপাল অভিযোগ করেছেন যে, ‘ভোট পরবর্তী হিংসা’র অভিযোগে তাঁর সাক্ষাৎপ্রার্থী আক্রান্তদের সাথে দেখা করতে দেননি দুই পুলিশ কর্তা। এছাড়া, রাজভবনে নিযুক্ত কলকাতা পুলিশের অন্যান্য কর্তাদের বিরুদ্ধেও অভিযোগ করেছেন বোস। তিনি রিপোর্টে উল্লেখ করেছেন, ২০২৪ সালের এপ্রিল-মে মাসে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর মনগড়া অভিযোগকে উৎসাহিত করেছিলেন তাঁরা।