চিকিৎসার জন্য ভিন রাজ্যে গিয়েছেন শাহজাহান,কারামন্ত্রী অখিল গিরির মন্তব্যে জল্পনা তুঙ্গে!
সন্দেশখালি-কাণ্ডের ২০ দিন পেরোনোর পর ‘বিস্ফোরক’ দাবি কারামন্ত্রী অখিল গিরির(Akhil Giri)। চিকিৎসার জন্য হয়তো রাজ্যের বাইরে গিয়েছেন শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ।
সন্দেশখালির ‘বেতাজ বাদশা’-র খোঁজে যখন এখনও সাফল্যের মুখ দেখেনি পুলিশ, তখন রাজ্যের কারামন্ত্রীর এমন মন্তব্যে হইচই পড়ে গিয়েছে। সঙ্গে প্রশ্ন, তবে কি বাংলাদেশ বা মায়ানমার নয়, ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন সন্দেশখালির তৃণমূলের এই পলাতক নেতা?
কারামন্ত্রী অখিল গিরির দাবি,শেখ শাহজাহান অসুস্থ। চিকিৎসার জন্য ভিন রাজ্যে গিয়েছেন। কোথায় রয়েছেন তা খুঁজছে পুলিশ। তবে রাজ্যের মধ্যে থাকলে অবশ্যই পেত। এর পরেই শুরু হয় বিতর্ক। যে তৃণমূল নেতার হদিশ পুলিশ জানে না, তাঁর সম্পর্কে তথ্য রয়েছে স্বয়ং রাজ্যের কারামন্ত্রীর কাছে। তাও কেন তাঁকে গ্রেফতার করা গেল না ?
আগামী ২৯ জানুয়ারি শেখ শাহজাহানকে তলব করেছে ইডি। সেই প্রসঙ্গেও পলাতক তৃণমূল নেতাকে কারামন্ত্রীর পরামর্শ,সমস্যা থাকলে সময় চেয়ে নিক। এসব বক্তব্যের মধ্যেই শেখ শাহজাহানের বর্তমান ঠিকানা সম্পর্কে নিশ্চিত তথ্য় রয়েছে কারামন্ত্রীর কাছে।
আত্মসমর্পণের বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেস কী আছে, আত্মসমর্পণ করবে কি না, সেটা তাঁর নিজের ব্য়াপার। আমি তো সব ব্য়াপারটা জানি না। আমার মনে হয়েছে সে বাইরে কোথাও চিকিৎসার জন্য় গেছে।এদিন যে ভাবে অখিল গিরি নিখোঁজ তৃণমূল নেতার স্বাস্থ্য সম্পর্কে মন্তব্য করেছেন, তাতে স্বাভাবিক ভাবেই নতুন করে বিতর্ক তৈরি হয়।
এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন,আমার মতে অখিল গিরি একজন সৎ লোক। সহজ সরল। যা হয় সত্য়ি সেটাই বলে দেন। শেখ শাহজাহান যে তৃণমূলের কন্ট্রোলে আছে, সেটা আরেকবার প্রমাণিত হয়ে গেল।’
এখন প্রশ্ন হলো যেটা অখিল গিরি জানে, সেটা ED-CBI কি জানে না? লোক দেখাতে গেছে সন্দেশখালিতে। উলেখ্য গত কাল, শেখ শাহজাহানের বাড়িতে ফের একবার তল্লাশি-অভিযানে যায় ED। ৬ ঘণ্টার তল্লাশিতে বাড়ি থেকে কিছুই উদ্ধার হয়নি। এই প্রেক্ষাপটে, আগামী সোমবার ২৯ জানুয়ারি শেখ শাহজাহানকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। সেই নিয়েও পলাতক তৃণমূল নেতাকে পরামর্শ দিতে শোনা যায় কারামন্ত্রীর মুখে। সব মিলিয়ে ED র দক্ষতা নিয়ে তুঙ্গে জল্পনা।