বহরমপুর,মালদায় কংগ্রেসকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো !মমতাকে চ্যালেঞ্জ ছুড়লেন অধীর চৌধুরী !
আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুরে প্রার্থী হতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী। বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে সমঝোতার বিরোধিতা করে অধীর চৌধুরী বলেন, ওপেন চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে, যে কোনও মামুকে এখানে পাঠিয়ে দিন।যদি হারাতে না পারি রাজনীতি ছেড়ে দেব।
এর পরেই সরাসরি ‘INDIA’ জোটের শরিক তৃণমূলের নেত্রীকে নিশানা করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, আপনি নিজে আসুন। আপনি প্রিয়ঙ্কা গান্ধীকে বলছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে। আমি আপনাকে বলছি, আপনি এখানে আমার বিরুদ্ধে লড়তে আসুন। কতো ক্ষমতা আছে দেখছি আপনার।শুধু বহরমপুর নয় মালদায় ও চলুন দেখছি। আপনার দয়ায় কংগ্রেস এই আসনগুলো জেতেনি। তৃণমূলের নিজেদের স্বার্থেই কংগ্রেসের সঙ্গে সমঝোতার প্রয়োজন জানিয়ে অধীরের মন্তব্য, মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচতে হলে আপনার প্রয়োজন হবে কংগ্রেসকে।
‘INDIA’ জোটের বৈঠকে লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কংগ্রেসকে দুটো আসন বহরমপুর এবং মালদহ দক্ষিণ আসন ছাড়ার প্রস্তাব দিয়েছেন বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন অধীর চৌধুরী । তৃণমূল নেত্রী এবং কংগ্রেস হাই কমান্ডের ইচ্ছাতেই দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে।
কিন্তু মমতার আসন সমঝোতার প্রস্তাবের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অধীর চৌধুরী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কংগ্রেসকে দুটো আসন দেবো । উনি কী দুটো সিট দেবেন? ওনার দলকে হারিয়েই তো এই দুটো সিট নিয়েছি আমরা। আমাদের নিজেদের ক্ষমতায় আরও অনেক সিট আমরা নিতে পারি ।
অধীর চৌধুরী দাবী করে বলেন ভেতরের খবর তো সব জানেন না আপনারা। বাংলায় কংগ্রেসকে দু’টি আসন ছাড়ার ‘বিনিময়ে’ তৃণমূল লোকসভা ভোটে অসমে চারটি আসনে লড়তে চেয়েছে। সেই সঙ্গে মেঘালয় ও গোয়াতেও সিট চেয়েছে তৃণমূল । পশ্চিমবঙ্গে কংগ্রেসের হারানোর কিছু নেই,আমরা লড়ব।
TMC র সঙ্গে সমঝোতার বিরোধিতা করলেও আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বামেদের সঙ্গে জোট নিয়ে মন্তব্য করেছেন অধীর চৌধুরী। তবে সেই জোটে আইএসএফ(ISF) থাকবে কি না তা স্পষ্ট না করে হাই কমান্ডের কোর্টে ‘বল’ ঠেলে দিয়েছেন । তিনি জানান, বামেদের সঙ্গে জোটের ব্যাপারে উৎসাহী প্রদেশ কংগ্রেস। তবে জোটের সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাই কমান্ড।
অন্য দিকে, ডায়মন্ড হারবার লোকসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকি লড়তে চান বলে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা। তৃণমূলের সঙ্গে জোট প্রসঙ্গ সম্পর্কে প্রশ্ন করায় অধীর চৌধুরী কারও নাম না করে বলেন,উনি মোদীর সেবায় ব্যস্ত তাই তিনি নিজেই জোট চান না।