অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর বাবা এবং মাকেও তলব করল ইডি(ED)!
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার সমন পাঠাল ইডি(ED )। এ বারও তাঁর পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচির সময়েই। আগামী ২ এবং ৩ অক্টোবর বাংলার পাওনা চেয়ে দিল্লিতে ঘেরাও কর্মসূচির ঘোষণা করেছে রাজ্য়ের শাসক দল তৃণমূল। ইডি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছে ঠিক সেই সময়েই। ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার সময়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে অভিষেককে।
অভিষেক নিজের টুইটার হ্যান্ডলে এই খবর জানিয়েছেন। সেই সঙ্গে নাম না করে আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকারকেও। অভিষেক লিখেছেন, ‘‘ঠিক যখন বাংলা পাওনা চেয়ে আমাদের দিল্লিতে যাওয়ার কথা, সেই সময়েই তলব করা হল ।ওরা আসলে ভয়ে কাঁপছে ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি, তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি(ED )। সম্পত্তির বিস্তারিত তথ্য নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে। অভিষেককে যে দিন ডাকা হয়েছে সেদিন নয় ,অন্য এক দিন হাজিরা দিতে বলা হয়েছে অভিষেকের পিতা মাতাকে ।
প্রসঙ্গত লিপ্স অ্যান্ড বাউন্ডস (Leaps এন্ড Bounds )মামলায় সকল ডিরেক্টরদের সম্পত্তির হিসাব চেয়েছিলো কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিনহা এই মামলায় ইডির তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এই সংক্রান্ত আরও কিছু তথ্য আদালতে জমা করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা । তালিকায় ছিল অভিষেকের বাবা ও মায়ের সম্পত্তির খতিয়ান, যারা ওই সংস্থার ডিরেক্টর ছিলেন। মামলার পরবর্তী শুনানি হবে আগামীকাল ২৯ সেপ্টেম্বর। তার মধ্যে এই তথ্য ইডি(ED )কে আদালতে জমা দিতে হবে।