হলদিয়ায় এসে ঠিকাদারদের সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন , ‘তৃণমূল (TMC) করলে ঠিকাদারি করা চলবে না।’ আগামী হলদিয়া পুরভোটে কোনও ঠিকাদার প্রার্থী হবেন না বলে সাফ জানিয়ে দেন অভিষেক।
হলদিয়া (Haldia) শিল্পএলাকায় শ্রমিক সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে নিজেকে ‘শ্রমিকবন্ধু’ হিসেবে পরিচয় দিয়েছেন অভিষেক ব্যানার্জী । সেখান থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, যে সমস্ত ঠিকাদাররা অনুগামী পরিচয় দিয়ে শ্রমিকদের প্রাপ্য বঞ্চিত করেছে, তাদের শ্রীঘরে ঢোকানোর ব্যবস্থা হচ্ছে। তিনি আরো বলেন “আপনাদের যত সমস্যা তা সরাসরি আমাদের জানান। আমরা শুনব আপনাদের কথা।”
দলের গুটিকয়েক ঠিকাদার নেতার উদ্দেশে অভিষেক ব্যানার্জীর বার্তা, “যাঁরা মনে করছে, উপরে টাকা পৌঁছে দিতে হবে বলে শ্রমিকদের টাকা নয়ছয় করব, এটা চলবে না। ঠিকাদারিও করব আবার তৃণমূলও করব, সেটা চলবে না।” একইসঙ্গে স্থানীয় মানুষদের অগ্রাধিকার ভিত্তিতে কাজ দেয়ার পক্ষে সওয়াল করেন তিনি।
এর পরই অভিষেক ব্যানার্জী শ্রমিকদের কাছ থেকে ১০০ দিন সময় চান। এই সময়ের মধ্যে যে চাটার্ড অফ ডিমান্ড তৈরি হবে, সেখানে কোনও ঠিকাদার থাকবে না বলে কথা দেন তিনি। এদিনের সমাবেশের মঞ্চ থেকে শ্রমিকদের প্রাপ্য পাইয়ে দিতে শ্রমিক নেতাদের রাস্তায় নামার বার্তা দেন অভিষেক ব্যানার্জী।