শাহরুখ খান আর কাজলের ভক্তদের খুশির দিন আসতে চলেছে। আবারও করণ জোহরকে ধন্যবাদ জানান সময় এসে গেছে। কারণ দীর্ঘ সাত বছর পর আবারও রুপোলি পর্দায় একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় দুই অভিনেতাকে । যাদের অনস্ক্রিন রোমান্স সর্বদাই দর্শকদের আকৃষ্ট করে।
বাজিগর সিমেনাতে প্রথম দুই স্টারের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখেছিল গোটা দেশ। তারপর দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, কভি খুশি কভি গম। শেষবার তাদের একসঙ্গে দেখা গিয়েছিল রোহিত শেঠীর দিলওয়ালে ছবিতে।
করণ জোহর ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি রকি অউর রানি ছবির সেটে। এই ছবিতে তারকার ছড়াছড়ি। আলিয়া-রণবীরতো রয়েছেই । সঙ্গে রয়েছেন শাবানা আজমি – জয়া বচ্চনও। দুই বাঙালি অভিনেতা অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্য়ায় ও পরমব্রত রয়েছেন এই ছবিতে। এই ছবিরই তারকা সংযোজন শাহরুখ খান ও কাজল। করণ জোহর চাইছেন শাহরুখ ও কাজলকে একসঙ্গে স্ক্রিনে এনে দর্শকদের তাক লাগিয়ে দিতে।