২৪শের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার আসনে নওশাদের চরম চ্যালেঞ্জের মুখে অভিষেক !
এবার ডায়মন্ড হারবারে হতে চলেছে মুসলিমদের ঈমানের পরীক্ষা !আগামী লোকসভা নির্বাচনে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হিসাবে নিজেকে দাঁড় করার ঘোষণা দিয়েছেন নওশাদ সিদ্দিকী।
তৃণমূল(TMC) ,আইএসএফ(ISF) দ্বন্দ্ব পঞ্চায়েত ভোটের পর থেকে আরও বেশি তীব্র হয়েছে। ডায়মন্ড হারবারের মাটি কামড়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক তেমন একটি সময় আইএসএফ(ISF) অর্থাৎ নওশাদ সিদ্দিকী আগেও এই ডায়মন্ড হারবারে দাঁড়ানোর কথা বলেছিলেন।এবার আরো একবার তিনি চ্যালেঞ্জ ছুড়লেন। অভিষেককে হারিয়ে কালীঘাটে পাঠানোর হুঁশিয়ারি তার।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২০১৯ সালে যে সাতটি বিধানসভার ডায়মন্ড হারবারের ছিল তার সবকটি জিতেছিলাম । ২০২১ এর ভোটেও আপনারা জিতিয়েছেন । আর ২০২১ এ ৩ লক্ষ ২১ হাজার ব্যবধান বাড়িয়ে ৪ লক্ষ করতে হবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, যারা বাংলাকে অশান্ত করতে চায় তাদেরকে একের পর এক বাংলা ছাড়া করেছি ,আগামী দিনে ভারত ছাড়া করবো ।
এর প্রেক্ষিতে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি জানিয়েছেন, ডায়মন্ড হারবার থেকে আমার ইচ্ছে হয়েছে দাঁড়ানোর । ডায়মন্ড হারবারে আমি দাঁড়াবো অভিষেকের বিরুদ্ধেই ।তৃণমূল যদি ভাঙড়ের মত বোমা, গুলি, মস্তান ভোটে লাগায় তাহলে রেজাল্ট আলাদা হবে। আর যদি নিরপেক্ষতার সঙ্গে ভোট হয় ,মানুষ যদি ভোট দিতে পারে তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি অভিষেককে হারিয়েই কালীঘাটে পাঠাবো।