ভোট পরবর্তী হিংসার ঘটনার প্রতিবাদে এদিন ভূপতিনগরে কর্মসূচি ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ বজরংবলীর মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন করারও কথা ছিল শুভেন্দুর৷ মাধাখালিতে জড় হয়েছিলেন বিজেপি কর্মীরা৷সেখানেই বিজেপি এবং তৃণমূল দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন গুরুতর জখম হয়েছেন৷ পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে নামানো হয় র্যাফ ও বিশাল পুলিশবাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
বিজেপির অভিযোগ, এদিন বিরোধী দলনেতার সভাকে কেন্দ্র করে আগত গাড়িগুলিকে জোর করে আটকাচ্ছিল তৃণমূল কর্মীরা৷ সেখানেই পাল্টা প্রতিরোধ গড়তে গিয়ে পরস্পরের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়ে বিজেপি ও তৃণমূলের কর্মীরা ৷ পরে ঘটনাস্থলে আসেন শুভেন্দু অধিকারী ৷ সেখান থেকে বজরংবলীর মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপনের পর প্রতিবাদ সভায় যোগ দেন৷
সেখান থেকেই দলীয় কর্মীদের আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারির সুরে বলেন, ‘‘একদিন বাড়িতে থাকার পর বিজেপি কর্মী সমর্থকদের পুলিশ তাড়িয়ে দিয়েছে। মমতার পুলিশ এখন দলদাসে পরিণত হয়েছে। আমরা আদালতে যাব। আগামী দিনে স্থানীয় বিধায়ক থেকে বিজেপি জেলা সভাপতিদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে৷ এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সেটা আমরাই করব ৷’’