এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সিবিআই(CBI) দফতরে হাজির হতে বলল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) একক বেঞ্চের নির্দেশ,আজ বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় সিবিআইয়ের কাছে না পৌঁছলে তাঁকে হেফাজতে নিতে পারবে সিবিআই।
বুধবার এই রায় দেওয়ার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান SSC নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে CBI-এর সামনে হাজিরা দিতে হবে। পাশাপাশি উপদেষ্টা কমিটির শান্তি প্রসাদ সিনহা সহ বাকি সদস্যদের বিকেল ৪টের মধ্যে হাজির হতে হবে নিজাম প্যালেসের CBI দফতরে।
বিচারপতি অভিজিৎ বলেন ,মন্ত্রিপদ থেকে শীঘ্রই সরে দাঁড়াবেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি আরো বলেন , ‘‘স্বচ্ছ সমাজ গঠনে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। সে কথা মাথায় রেখেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।’’
প্রসঙ্গত SSC-র গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী এবং নবম-দশমে সহকারী শিক্ষক নিয়োগের মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই বুধবার এই রায় দেয় আদালত। SSC সংক্রান্ত ৭টি মামলাতেই সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখা হয়েছে।