সুদ ছাড়াই জ্যোতিপ্রিয়র স্ত্রী-মেয়েকে ৯ কোটি টাকার ঋণ বাকিবুরের !
ইডির জেরার মুখে পড়ে এবার বিস্ফোরক অভিযোগ করলেন রেশন বণ্টন মামলায় গ্রে.ফতার হওয়া ব্যবসায়ী বাকিবুর রহমান। তাঁর অভিযোগ, কোনওরকম সুদ ছাড়াই জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং মেয়েকে মোটা টাকার ঋণ দিয়েছেন।
এদিন ইডির আইনজীবী বিচারককে জানান, ঋণ সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জানতে বাকিবুরকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাহলেই আসল সত্য সামনে আসবে। আর ইডির এমন দাবিতে এদিন সিলমোহর দেন বিচারক। পাশাপাশি এদিন ইডির তরফে আদালতে আরও জানানো হয়েছে, রেশনের চালের টাকা নয়ছয় করেছেন বাকিবুর। আর তা করার জন্য ভুয়ো কৃষকদের নামেও ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার অভিযোগ রয়েছে ধৃত ব্যবসায়ীর বিরুদ্ধে।
ইডির অভিযোগ, এই অ্যাকাউন্টগুলিতেই যেত ধানের সহায়ক মূল্য। এমন বহু ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ হাতে পেয়েছে ইডি। আর সেই বিষয়েও বাকিবুরকে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা।
এদিকে ব্যবসায়ী বাকিবুরের থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করছে ইডি। বর্তমানে ইডির হেফাজতেই রয়েছেন তিনি। তবে জ্যোতিপ্রিয় বারবার দাবি করেছেন যে, তিনি নির্দোষ। ১৩ নভেম্বর ফের জ্যোতিপ্রিয়কে আদালতে হাজির করানো হবে বলে খবর।