সব সমস্যার সমাধান, মোবাইল স্ক্রিন তৈরির অত্যাশ্চর্য উপাদান খুঁজে পেয়েছেন কলকাতার বিজ্ঞানীরা!
বিজ্ঞানীরা কয়েক দশক ধরে এমন উপাদানের খোঁজ করছেন। অনেকেই এই সন্ধানে সাফল্য পেয়েছেন, অনেকে পাননি। স্মার্টফোনের স্ক্রিন তৈরি করার জন্য কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ এর বিজ্ঞানীরা একটি অত্যাশ্চর্য উপাদান খুঁজে পেয়েছেন। এটা যেমন শক্ত তেমনই এর মধ্যে রয়েছে নিজে থেকেই ঠিক হওয়ার মতো ক্ষমতা।
আইআইএসইআর এর লিড রিসার্চার প্রফেসর চিল্লা মল্ল রেড্ডি জানিয়েছেন, “নতুন আবিষ্কৃত উপাদান ১০ গুণ শক্তিশালী”। আইআইটি খড়গপুরের গবেষক ভানু ভূষণ খাটুয়া বলেছেন, “আমি সব সময় ভেবেছিলাম এমন কিছু উপাদান তৈরি হোক যা স্মার্টফোনের স্ক্রিনের জন্য ব্যবহার করা যাবে। আর সেটি ভেঙে গেলেও নিজে থেকেই ঠিক হয়ে যাবে। আশা করছি এবার সেই সমস্যা মিটবে”। তবে এখনও অপেক্ষা করতে হবে। আরও কিছু গবেষণা বাকি রয়েছে বলে জানিয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের বিজ্ঞানীরা!