ভোট পরবর্তী তৃণমূলের হিংসা নিয়ে একুশের নির্বাচনের পর থেকেই সরব বঙ্গ বিজেপি । একাধিকবার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির কথা তুলেছেন শুভেন্দু অধিকারী। এবার একধাপ এগিয়ে আরও বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর দাবি, ”২০২৪-এ লোকসভা এবং বিধানসভা ভোট একসঙ্গে হবে। কী ভাবে হবে জানার দরকার নেই।”
মঙ্গলবার রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথাই বলতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। রাষ্ট্রপতি শাসনের পর এবার নন্দীগ্রামের বিধায়কের এই নতুন বচন নিয়ে জোর চর্চা চলছে বাংলায়।
এবার কী রাজ্যে বিধানসভা ভেঙে দেওয়ার দিকেই ইঙ্গিত করলেন রাজ্যের বিরোধী দলনেতা? অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই রাজ্যে ফের একবার বিধানসভা নির্বাচন হতে পারে বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী । এর আগেও একাধিকবার রাজ্যের বিরোধী দলনেতা বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার পক্ষে সওয়াল করেছেন। রামপুরহাট বগটুইকাণ্ডের পর সেই দাবি আরও জোরালো হয়। সম্প্রতি অমিত শাহ বঙ্গ সফরে আসার পর সেই নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।কিন্তু দলীয় বৈঠকে অমিত শাহের মন্তব্যে ছিলো রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে! তার মতে একটি নির্বাচিত সরকারকে এভাবে উৎখাত করা যায়না ,মমতা ব্যানার্জীর মতো আন্দোলনের মাধ্যমেই সফলতা অর্জন করতে হবে।
এদিকে, রাজ্যপাল জগদীপ ধনখড়ের মুখেও ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কড়া বার্তা দেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেন, ”রাজ্যের ভাবমূর্তি কলঙ্কিত হচ্ছে। বাংলায় ভেদাভেদের রাজনীতি চলছে। দলগত রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। ভোটের পর একের পর এক হিংস হয়ে চলেছে রাজ্যে। বিচার পাচ্ছে না নিহতদের পরিবার।” একইসঙ্গে তাঁর প্রশ্ন, ”রামপুরহাটের ঘটনায় আর্থিক সাহায্য করা হল, এখানে কেন নয়?”