ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চরম যুদ্ধের মধ্যে এক খুশির সংবাদ এলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin)পক্ষ থেকে।৬৯ বছর বয়সে ফের বাবা হতে চলেছেন পুতিন !
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে চলছে। রক্তক্ষয়ী সংঘর্ষে রোজই প্রাণহানি আর ধ্বংসের ভয়াবহ ঘটনার সাক্ষী হচ্ছে গোটা দুনিয়া। এই বিপর্যস্ত পরিস্থিতিতে এমন খবর ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে। জানা যাচ্ছে, পুতিনের ৩৮ বছর বয়সী ‘সিক্রেট গার্লফ্রেন্ড’ আলিনা কাবায়েভা (Alina Kabaeva) সন্তান-সম্ভবা। রাশিয়ার প্রাক্তন জিমন্যাস্ট আলিনা।
এই খবর নিয়ে মুখ খোলেননি রুশ প্রেসিডেন্ট পুতিন। পুতিন ও আলিনার দুই সন্তান রয়েছে বলে খবর। যদিও সেই দুই সন্তানকে এখনও পিতৃ পরিচয় দেননি পুতিন। রুশ প্রেসিডেন্টের প্রথম স্ত্রীর দুই কন্যা রয়েছে।
জানা গিয়েছে, পুতিনের গার্লফ্রেন্ড আলিনা কাবায়েবা একজন রুশ রাজনীতিক। পাশাপাশি মিডিয়া ম্যানেজারের মতো দায়িত্বও সামলান। অতীতে জিমন্যাস্ট ছিলেন তিনি। সর্বকালের একজন সফল জিমন্যাস্ট বলা হয় তাঁকে।
যদিও কখনই তাঁকে গার্লফ্রেন্ডের স্বীকৃতি দেননি রুশ প্রেসিডেন্ট পুতিন। আলিনাকে জনসমক্ষে প্রায় দেখা যায় না বললেই চলে। শেষবার ২০২১ সালে ডিসেম্বরে মস্কোয় একটি জিমন্যাস্ট টুর্নামেন্টে তাঁকে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল।