মুকুল রায় (Mukul Roy ) কি এখনও বিজেপিতে (BJP) আছেন ? মুকুল রায়ের বিধায়ক পদ আদৌও কি বৈধ? তা নিয়ে আজ শুনানি চলছে বিধানসভায়।
অবশ্য মুকুল রায়ের আইনজীবীর এই দাবিকে একেবারেই মানতে নারাজ বিজেপির আইনজীবী।বিজেপির আইনজীবী বলেন বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। সেই সংক্রান্ত বিভিন্ন ফুটেজও রয়েছে তাদের কাছে।তাছাড়া ওনার যদি মানসিক অবস্থা খারাপ থাকে তাহলে হাসপাতালে না গিয়ে তৃণমূল ভবনে গিয়েছিলেন কেন ! এর পরেও কিভাবে তার আইনজীবী বলতে পারেন যে তিনি বিজেপি ছাড়েনি? কার্যত এই প্রশ্ন তুলে মুকুল রায়ের আইনজীবীর এই দাবির প্রতিবাদ জানিয়েছেন বিজেপির আইনজীবী। বিজেপির আইনজীবীর বক্তব্য,’এ বিষয়ে তিনি আইনগতভাবেও প্রতিবাদ জানাবেন। ‘
এর আগে মুকুল রায়ের বিধায়ক পদের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্ট বিধানসভার স্পিকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছিল। তারপরেই রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘ আদালতের রায় মেনে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিধানসভায় শুনানি শেষে দেখুন কি বলেছে মুকুল রায়ের আইনজীবি !