ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূল কংগ্রেসের উপর চাপ বাড়াচ্ছে বিজেপি (BJP)। ভোট পরবর্তী হিংসায় নির্যাতিতদের নিয়ে রাজভবনে ধরনা BJP’র !
মঙ্গলবার নিহতদের পরিবারের সদস্যদের রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করল বিজেপি নেতৃত্ব। নিহতদের পরিবার নিজেদের অভিযোগ জানালেন রাজ্যপালের কাছে। অভিযোগ শোনার পর সুবিচারের আশ্বাস দেওয়ার পাশাপাশি রাজ্যের বিরুদ্ধেও তোপ দেগে রাজ্যপাল জগদীপ ধনকড় বললেন, “রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। কিন্তু অন্যক্ষেত্রে ভেদাভেদ করা হচ্ছে।”
উলেখ্য রাজ্যে ভোট পরবর্তী হিংসার নিয়ে আন্দোলনে নেমেছে বিজেপি। এদিনও নিহতদের পরিবারকে নিয়ে ধরনায় বসেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল, প্রিয়াঙ্কা টিবরেওয়ালরা। এরপর তাঁদের নিয়ে মিছিল করে রাজভবনে যায় বিজেপি নেতৃত্ব। রাজভবন চত্বরে বিজেপি নেতৃত্ব এবং নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল। কথা বলেন নির্যাতিত পরিবার হুলোর সাথে।রাজভবনে ঢুকে এ ধরনের ধরনা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলেই দাবি রাজনৈতিক মহলের।